মনে শোক নিয়েই রেলের অনুষ্ঠানে মোদি, বাংলা-সহ গোটা দেশের জন্য বিরাট ঘোষণা
- Published by:Raima Chakraborty
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
মা হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন করে গান্ধিনগর থেকে ভার্চুয়ালি হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মোদি।
#হাওড়া: হাওড়া স্টেশনে উপস্থিত থেকেই সমস্ত কর্মসূচি পালনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু মায়ের মৃত্যুর পরই শুক্রবার সমস্ত অনুষ্ঠানে বদল আনা হয়। সকালে আহমেদাবাদে গিয়ে মা হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন করে গান্ধিনগর থেকে ভার্চুয়ালি হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মোদি।
এদিন ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ভারতীয় রেলের বিকাশ ও আধুনিকীকরণে জোরদার কাজ করছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, 'দেশ অমৃত মহোৎসব পালন করছে, সেখানে বন্দেভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা ছিল। আমরা সেই কাজ করলাম। জোকা থেকে তারাতলা তৈরি হয়ে গেল। কিছু সময় পরেই আমি গঙ্গার স্বচ্ছতা নিয়ে বৈঠক করব৷'
advertisement
Central govt is making record investment to modernise Indian Railways. Now modern trains like Vande Bharat express, Tejas express, Humsafar express are being made in India. In next 8 yrs, we'll see railways on a new journey of modernisation: PM Modi pic.twitter.com/4dt2l0k6gD
— ANI (@ANI) December 30, 2022
advertisement
advertisement
আরও পড়ুন: বাগদানের পর আন্তিলিয়াতে গ্র্যান্ড সেলিব্রেশন, ফুল বিছিয়ে স্বাগত জানানো হল অনন্ত-রাধিকাকে
তিনি আরও জানান, 'ভারতীয় রেলের বিকাশ গতিতে এগোচ্ছে। রেল পরিকাঠামো উন্নয়নে রেকর্ড অর্থ ব্যয় করা হচ্ছে। বন্দেভারত, তেজস, আধুনিক ট্রেন তৈরি হচ্ছে। সুরক্ষিত আধুনিক কোচের সংখ্যা বাড়ছে৷ স্টেশন হচ্ছে বিমানবন্দরের মতো৷ রেলের বৈদ্যুতিকরণ সহ একাধিক কাজ হচ্ছে। ভারতীয় রেল বদল আসছে। এখন অনেক আধুনিকতার অনেক কাজ হচ্ছে। আগামী ৮ বছরেও ভারতীয় রেলে আধুনিকতা আরও আসবে৷ ৪৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেসের বড় ভূমিকা থাকবে।'
advertisement
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বাগদানের পার্টিতে হাজির বলিউড, ক্যামেরাবন্দি শাহরুখ-রণবীর-আলিয়া
রেলের আধুনিকীকরণ নিয়ে মোদির দাবি, 'মেট্রো রেল ব্যবস্থা এখন অনেক আধুনিক। কলকাতার মানুষ যানে মেট্রো রেল এখন পাবলিক ট্রান্সপোর্টে কতটা কাজ দেয়৷ আমরা মেট্রোর বিস্তার করেছি। ৮০০ কিমি এখন মেট্রো চলে। ১০০০ কিমি মেট্রো রুটের কাজ চলছে। পরিবহণের বিভিন্ন ক্ষেত্রেও একাধিক কাজ হয়েছে।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2022 1:04 PM IST