বাগদানের পর আন্তিলিয়াতে গ্র্যান্ড সেলিব্রেশন, ফুল বিছিয়ে স্বাগত জানানো হল অনন্ত-রাধিকাকে

Last Updated:

রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে বাগদান অনুষ্ঠান হয়। সেখান থেকে মুম্বইতে ফেরেন অনন্ত ও রাধিকা।

অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট
#মুম্বই: মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বাগদান হয়েছে বৃহস্পতিবার। অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের সঙ্গে সম্পর্কে বাঁধা পড়লেন। তবে তাঁদের বিয়ের তারিখ নিয়ে এখনও কোনও খবর পাওয়া যায়নি। রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে বাগদান অনুষ্ঠান হয়। সেখান থেকে মুম্বইতে ফেরেন অনন্ত ও রাধিকা।
মুম্বইয়ে আম্বানিদের বাড়ি আন্তিলিয়াতে গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করা হয়। ফুলের পাঁপড়ি বিছিয়ে স্বাগত জানানো হয় অনন্ত ও রাধিকাকে। হাতে হাত রেখে বাড়িতে ঢুকতে দেখা যায় যুগলকে। সেখানে উপস্থিত ছিলেন বহু সেলিব্রিটি। ছিলেন বলিউডের অসংখ্য তারকাও। সোশ্যাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
. .
advertisement
advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, জাহ্নবী কাপুর, আলিয়া ভাট, রণবীর কাপুর, অয়ন মুখোপাধ্যায়, মিকা সিং। আন্তিলিয়াতে ঢোকার সময় অনন্ত আম্বানি পরেছিলেন মেরুন রঙা পাঞ্জাবি ও রাধিকা সেজেছিলেন পিচ রঙের সালোয়ার কামিজে। গোটা আন্তিলিয়াকে আলোয় মুড়ে ফেলা হয়েছে এই বাগদান উপলক্ষে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: অনুব্রতর বেলি ডান্সের হিল্লোলে মাত দর্শক, এলাকার গর্ব খুদে শিল্পী
রাধিকা শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে। অনন্ত এবং রাধিকা একে অপরকে কয়েক বছর ধরে চেনেন। অনন্ত আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছেন। শায়লা ও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। তিনি এনকোর হেলথকেয়ার বোর্ডে একজন পরিচালক হিসাবেও কাজ করেন। এরই পাশাপাশি রাধিকা মার্চেন্ট একজন ক্লাসিক্যাল ড্যান্সার। ২০২২ সালে অম্বানি পরিবার রাধিকার জন্য জিও ওয়ার্ল্ড সেন্টারে আরঙ্গেত্রম সেরেমনির আয়োজন করেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাগদানের পর আন্তিলিয়াতে গ্র্যান্ড সেলিব্রেশন, ফুল বিছিয়ে স্বাগত জানানো হল অনন্ত-রাধিকাকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement