North 24 Parganas News: অনুব্রতর বেলি ডান্সের হিল্লোলে মাত দর্শক, এলাকার গর্ব খুদে শিল্পী
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
নাচ করে মন জয় করে নিচ্ছে অনুব্রত, এলাকার গর্ব এই খুদে নোরা ফতেহির ভক্ত।
#উত্তর ২৪ পরগনা: নাচ করেই মন জয় করে নিচ্ছে অনুব্রত! হ্যাঁ, অনুব্রতই আজ এলাকার গর্ব। রিয়েলিটি শো থেকে বিভিন্ন অনুষ্ঠানে বিচারক থেকে দর্শকদের মন আজ জয় করে নিয়েছে নব ব্যারাকপুরের অনুব্রত।
ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি রিয়েলিটি শোয়ের যাঁরা নিয়মিত দর্শক তাঁদের আর নতুন করে চেনাতে হবে না ছোট্ট অনুব্রতকে। অসাধারণ বেলি ডান্সে সে বিচারকদের সঙ্গে সঙ্গে দর্শকদেরও মনও জয় করে নিয়েছে। কিন্তু শুনলে আশ্চর্য লাগবে, এই নাচে কোনও প্রথাগত তালিম নেই, নিউ বারাকপুরের খুদে এই প্রতিভার। বলিউড অভিনেত্রী নোরা ফতেহির অন্ধ ভক্ত সে। আর সোশ্যাল মিডিয়া ও টেলিভিশনে নোরার নাচের ষ্টেপ দেখে হুবহু তুলে নেয় অনুব্রত সরখেল।
advertisement
advertisement
আরও পড়ুন: জাতীয় সড়কে উল্টে গেল ট্রাক্টর, তিন পাল্টি পিকআপ ভ্যানে! মৃত ১
শিশু বয়স থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল অনুব্রতর। তা লক্ষ্য করেই অবশেষে অভিভাবকরা নাচের স্কুলে ভর্তি করে দেন তাকে। ওয়েষ্টার্ন কনটেম্পোরারি ও ইন্ডিয়ান ক্রিয়েটিভ ডান্সের তালিম নিতে থাকে সে।অনলাইনে পাঠানো বেলি ডান্স এর ভিডিও দেখেই রিয়ালিটি শো-এর জন্য বেছে নেওয়া হয় তাকে। এদেশে বেলি ডান্স খুব একটা পরিচিত নয়। হালহিলে মিশর দেশের এই নৃত্যের প্রতি অনেকেই আগ্রহ প্রকাশ করছেন।
advertisement
আরও পড়ুন: বিড়ালের মতো দেখতে, কিন্তু বিড়াল না! বীরভূমে আজব প্রাণী ঘিরে হইচই
তবে, বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা এই পারফর্ম করে থাকেন। ছোট্ট বয়স থেকে কঠিন এই ডান্স অনাসে রপ্ত করে, পারফর্ম করে আজ জনপ্রিয় হয়ে উঠেছে অনুব্রত। সোশ্যাল মিডিয়াতেও অনুব্রত ও তার নাচ নিয়ে চলছে জোর চর্চা। অনুব্রতর বাবা-মা এর ইচ্ছা অনুব্রত নাচ নিয়েই এগিয়ে যাক আগামী দিনে। অনুব্রতও চান এই বেলি ডান্স এর মধ্যে দিয়ে, জেলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে। ছোট বয়সে মিউজিকের তালে তার পেটের এই হিল্লোলে রীতিমত মুগ্ধ সকলে।
advertisement
রুদ্র নারায়ণ রায়
view commentsLocation :
First Published :
December 29, 2022 5:37 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অনুব্রতর বেলি ডান্সের হিল্লোলে মাত দর্শক, এলাকার গর্ব খুদে শিল্পী