এক কথায় ভাড়া করলেও ওই বাসকে পর্যটকরা অনেকটা নিজস্ব গাড়ির মতো করেই ব্যবহার করতে পারবেন। এর জন্য চড়া ভাড়াও গুনতে হবে না। ভরা পর্যটন মরশুমেও সস্তায় শৈলশহরে পৌঁছে যেতে পারবেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতীম রায় বলেন, ‘‘আপাতত ৩টি চার্টার্ড বাসের উদ্বোধন করা হয়েছে। তবে বাসগুলি চলা শুরু করবে ২০ এপ্রিল থেকে।’’
advertisement
আরও পড়ুন: চিতা উদ্ধারের পর বাগানে ফিরল স্বস্তি, প্রাণভয় কাটিয়ে কাজে মন চা শ্রমিকদের
উল্লেখ্য, পাহাড়ে এখন পর্যটকের আনাগোনা ব্যাপকভাবে বেড়েছে। পর্যটন মরশুমে শিলিগুড়ি থেকে কোনও গাড়ি ভাড়া করতে গেলে দ্বিগুণ খরচ হয়। অনেক পর্যটককে সমস্যায় পড়তে হয়। এসব নিয়ে অভিযোগ হয়। কিন্তু সুরাহা করা যায়নি। এবারে তাই কম ভাড়ায় পাহাড়ে নিয়ে যেতে খোদ রাজ্য সরকারের তরফে এই চার্টার্ড বাস নামানো হল।
আরও পড়ুন: মর্মান্তিক! চা বাগানে ছাগল চড়াতে গিয়ে প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত চা শ্রমিক
সংস্থার তরফে জানা গিয়েছে, ২৫ আসনের বিশেষ ওই বাসগুলির মধ্যেই মালপত্র রাখার ব্যবস্থা করা হবে। জানলায় থাকবে পর্দা, পায়ের নীচে থাকবে ফ্লোর বেড। তবে আপাতত শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকছে না। চাহিদা বাড়লে পুজোর সময় শীতাতপ নিয়ন্ত্রিত বাসও নামানোর পরিকল্পনা রয়েছে। বাসগুলিকে অনলাইনে বুকিং করা যাবে। তার জন্য এনবিএসটিসি-র নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আবেদন করলেই হল। নয়তো কথা বলতে পারেন ৯৬০৯৯৩২০৫৮ নম্বরে। এখানে হোয়াটসঅ্যাপ করেও বাসের যাবতীয় খবরাখবর নিতে পারেন আপাতত। এই বাসে ২৫ জনের ভাড়া পড়বে ৮ হাজার ৮০০ টাকা।
অনির্বাণ রায়