Alipurduar News: চিতা উদ্ধারের পর বাগানে ফিরল স্বস্তি, প্রাণভয় কাটিয়ে কাজে মন চা শ্রমিকদের
- Published by:Teesta Barman
Last Updated:
Alipurduar News: ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে খাঁচাবন্দি চিতাকে উদ্ধার করে। বর্তমানে লেপার্ডটিকে রাজাভাতখাওয়া নিয়ে যাওয়া হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই লেপার্ডটি শ্রমিকদের ওপর আক্রমণ চালাচ্ছিল বারবার।
আলিপুরদুয়ার: কালচিনি ব্লকের চা বাগান থেকে একটি লেপার্ড খাঁচাবন্দি হল। সোমবার সকালে আটিয়াবাড়ি চা বাগানের ১৫ নং সেকশনে বন দফতরের পেতে রাখা খাঁচায় একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচাবন্দি হয়েছে। এদিন সকালে বাগানের শ্রমিকরা খাঁচাবন্দি লেপার্ডকে দেখতে পেয়ে বনদফতরে খবর দেয়।
ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে খাঁচাবন্দি চিতাকে উদ্ধার করে। বর্তমানে লেপার্ডটিকে রাজাভাতখাওয়া নিয়ে যাওয়া হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই লেপার্ডটি শ্রমিকদের ওপর আক্রমণ চালাচ্ছিল বারবার। লেপার্ডের হানায় বাগানের ছ’জন শ্রমিক আহত হয়েছেন ইতিমধ্যে।
advertisement
advertisement
বাগানের তরফে নিমতি রেঞ্জে বিষয়টি জানানো হয়। এরপর খাঁচা পেতে রাখা হয় চা বাগান এলাকা জুড়ে। এদিন সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান খাঁচাবন্দি হয়েছে চিতাটি। খবরে বাগানজুড়ে স্বস্তি মিলেছে। শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। এবারে তাঁরা শান্তিতে বাগানে গিয়ে কাজ করতে পারবেন বলে জানা গিয়েছে।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 2:56 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চিতা উদ্ধারের পর বাগানে ফিরল স্বস্তি, প্রাণভয় কাটিয়ে কাজে মন চা শ্রমিকদের