West Midnapore News: চড়চড়ে রোদ মাথায় তুমুল গরমে ট্রাফিক সামলাতে গিয়ে অসুস্থ সিভিক ভলেন্টিয়ার!
- Published by:Teesta Barman
Last Updated:
West Midnapore News: ডিউটি চলাকালীনই অসুস্থ হয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি সিভিক ভলেন্টিয়ার। প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করেন বলে হাসপাতাল সূত্রে খবর। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বেলদা: দিনের পর দিন আরও ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রার পারদ। পয়লা বৈশাখ থেকে ভ্যাপসা গরম ও তাপমাত্রা ক্রমশ বাড়ছে। গরমকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে নিজের কর্তব্যে অবিচল সিভিক ভলেন্টিয়াররা। গরমে ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার। হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ এলাকার। জানা গিয়েছে, এদিন সকাল থেকে বাখরাবাদ বাস স্ট্যান্ড এলাকায় জাতীয় সড়কের উপরে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন দেবাশিস ধল নামে বেলদা থানার এক সিভিক ভলেন্টিয়ার। এই দাবদাহে ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।
advertisement
advertisement
প্রসঙ্গত বসন্তের শেষ সময় থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে তাপমাত্রা। শনিবারের পর রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে প্রবল রোদকে মাথায় নিয়ে নিজেদের দায়িত্বে অবিচল সিভিক ভলেন্টিয়ারা। রাস্তায় মোড়ে মোড়ে তাঁরা ট্রাফিক কন্ট্রোলে ব্যস্ত।
advertisement
ডিউটি চলাকালীনই অসুস্থ হয়ে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি সিভিক ভলেন্টিয়ার। প্রচণ্ড গরমে অসুস্থ বোধ করেন বলে হাসপাতাল সূত্রে খবর। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2023 8:15 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: চড়চড়ে রোদ মাথায় তুমুল গরমে ট্রাফিক সামলাতে গিয়ে অসুস্থ সিভিক ভলেন্টিয়ার!