বহু প্রতীক্ষার অবসান । অবশেষে ভক্তদের গান শোনাতে শিলিগুড়ি হাজির অরিজিৎ। রাতে শিলিগুড়িতে পা রাখার পর থেকেই দর্শকদের মধ্যে অরিজিৎ সিংকে নিয়ে চূড়ান্ত উন্মাদনা দেখা দেয়। স্টেশনেই অরিজিৎকে দেখতে বহু মানুষ ভিড় করেন। শুধু শিলিগুড়ি নয়, অসম, পাহাড় , বিহার থেকেও প্রচুর ফ্যান শিলিগুড়ি পাড়ি দিয়েছেন শুধুমাত্র অরিজিৎ-এর গান শুনবে বলে।
advertisement
টিকিট কিনতে আসা এক ভক্ত সিম্পি দে জানান, " অরিজিৎ সিং-কে এত কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাই না। তাই সকাল সকাল এসে টিকিট সংগ্রহ করে নিলাম। " অসম থেকে আসা বাবলু বোরাহ জানান, " কলকাতায় অরিজিতের শো মিস করেছি। কিন্তু এবার টিকিট রিলিজ হওয়ার পরদিনই কিনে নিয়েছিলাম। আজ সকালে ট্রেন থেকে নেমে সোজা চলে এসেছি। আজকের রাতটা স্মরণীয় হয়ে থাকবে।''
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 4:09 PM IST






