এদিন মেয়র গৌতম দেব জানান, গাপ্পি মাছ মশার লার্ভাকে খেয়ে ফেলে জার ফলে মশা বাহিত এই রোগ থেকে অনেকটা রেহাই পাবে শিলিগুড়িবাসী। উত্তরবঙ্গেও দেখা গিয়েছে ডেঙ্গির প্রকোপ। উদ্বিগ্ন প্রশাসন। বাড়তি নজরদারি দেওয়ার জন্য পুরসভাগুলিকে নির্দেশ দিল স্বাস্থ্য দফতর।
advertisement
আরও পড়ুনঃ ট্রাকের নীচেই সংসার! সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাক চালকদের দিনলিপি এটাই
পুরসভা ও গ্রামাঞ্চল ছাড়াও চা বাগান অধ্যুষিত এলাকায় ছড়াচ্ছে ডেঙ্গি। স্থানীয় বাসিন্দারাও যাতে সচেতন হোন, এলাকায় যাতে কোথাও জল জমে না থাকে, এলাকা পরিচ্ছন্ন রাখতে হবে। এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য বাড়তি নজরদারি রেখেছে পুরসভাও।
আরও পড়ুনঃ শুধু দোকানেই নয়! পোস্ট অফিসেও পাওয়া যাচ্ছে জাতীয় পতাকা
পাশাপাশি গৌতম দেব এও জানান, এই সমস্ত গাপ্পি মাছ শিলিগুড়ির যে সমস্ত জলাশয় বা বদ্ধ জলাশয় রয়েছে সেই সমস্ত জায়গায় এই গাপ্পি মাছ গুলো ছাড়া হবে এবং পরবর্তীতে এই ডেঙ্গু মোকাবিলায় শিলিগুড়ি পুরো নিগমের পক্ষ থেকে আরো নানান রকম উদ্যোগ গ্রহণ করা হবে।
Anirban Roy