Siliguri: ট্রাকের নীচেই সংসার! সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাক চালকদের দিনলিপি এটাই

Last Updated:

বাড়ি বা পরিবার নয়, গাড়িই তাদের সংসার। গাড়িতেই খাওয়া-দাওয়া, গাড়িতেই শুয়ে পড়া। কখনো গাড়ির ভেতরে কখনো গাড়ির নিচে একপ্রকার গাড়িকেই বেঁচে থাকার অঙ্গ হিসেবে বেছে নিয়েছেন ট্রাকচালকেরা ও তার সহকারীরা।

+
title=

#শিলিগুড়ি : বাড়ি বা পরিবার নয়, গাড়িই তাদের সংসার। গাড়িতেই খাওয়া-দাওয়া, গাড়িতেই শুয়ে পড়া। কখনো গাড়ির ভেতরে কখনো গাড়ির নিচে একপ্রকার গাড়িকেই বেঁচে থাকার অঙ্গ হিসেবে বেছে নিয়েছেন ট্রাকচালকেরা ও তার সহকারীরা। গাড়িতেই সংসার করছেন ট্রাক চালকেরা। শিলিগুড়ির অদূরে অবস্থিত ফুলবাড়ী টু এর বাংলাবান্ধা সীমান্ত এলাকায় ট্রাক চালকদের এমনি হল। এই বাংলাবান্ধা সীমান্ত হলো ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চল। তাই নিরাপত্তা রক্ষার্থে ভিনদেশী এই ট্রাকগুলোকে পারাপার করতে সময় লাগে কখনো সাতদিন কখনো এক মাস ।কিন্তু ট্রাক চালকেরা করবে কি? প্রতিদিন যদি হোটেলে খেতে হয় তাহলে তো সমস্যা,খরচও অনেক বেশি।তাই ট্রাকের নিচেই একপ্রকার সংসার তৈরি করে নিয়েছেন ট্রাক চালকেরা। ওভেন নিয়ে ট্রাকের নিচেই বানাচ্ছেন ডাল ভাত রুটি সেখানেই বসে খাচ্ছেন , জিরিয়েও নিচ্ছেন খানিকক্ষণ। রোদ , ঝড় ,বৃষ্টি সবেতেই ট্রাকটাই ভরসা তাদের ।
 
 
advertisement
জীবনযাপনের অঙ্গ হিসেবে ট্রাকটাকেই বেছে নিয়েছেন চালকেরা এবং তার সহকারীরা। বহুদূরদূরান্ত থেকে আসা এই চালকের এখন এটাই সংসার। নেই কোন বিশ্রামাগার, নেই কোন টয়লেট। ট্রাক চালক সুদীপ রায় জানান এখানে লাইন দিয়ে ট্রাক ছাড়তে অনেক দিন সময় লাগে তাই থাকা খাওয়া আমাদের ট্রাকেই। এখানে যদি একটা বিশ্রামাগার থাকতো তবে আমাদের পক্ষে খুব ভালো হতো বলে জানান তিনি।
advertisement
 
 
তবে তাদের কথা ভেবে ফুলবাড়ী ওনার্স অ্যাসোসিয়েশন-এর সম্পাদক শুভংকর নস্কর জানান। আগে বেশি বোল্ডার বোঝাই ট্রাক যেত ওপারে। তবে এখন বেশি খাদ্যসামগ্রী বাগী ট্রাক যায় বেশি তাই সরকারি নিয়ম কায়দা মেনে ট্রাক যেতে সময় লাগে অনেকটা বেশি। ফলে এক দেড় মাস ধরেই দাঁড়িয়ে থাকে এরা তাই তাদের জন্য বিশ্রামাগার তৈরীর একটা চিন্তাভাবনা চলছে।
advertisement
 
যদি আমরা সেটা করে দিতে পারি তাহলে অনেকেই উপকৃত হবেন বলে জানান তিনি। এছাড়াও ট্রাক ড্রাইভার বিমল রায় জানান যে পরিবার ছেড়ে বহুদিন ধরেই এখানে থাকেন তারা তবে স্থানীয় বাসিন্দারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে কোন রকম অসুবিধার সম্মুখীন হতে হয় না।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri: ট্রাকের নীচেই সংসার! সীমান্তে দাঁড়িয়ে থাকা ট্রাক চালকদের দিনলিপি এটাই
Next Article
advertisement
Dev Visits Karimul Haque: হৃদযন্ত্রে গুরুতর সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
হৃদযন্ত্রে সমস্যা, অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমুল!খবর পেয়েই হাসপাতালে ছুটলেন দেব
  • অসুস্থ বাইক অ্যাম্বুল্যান্স দাদা নামে খ্যাত করিমুুল হক৷

  • কলকাতার হাসপাতালে ভর্তি পদ্মশ্রী করিমুল৷

  • খবর পেয়েই হাসপাতালে ছুটলেন অভিনেতা দেব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement