কলকাতাতে দুর্গাপূজা উপলক্ষে কার্নিভাল অনুষ্ঠিত হয়ে আসছে বহু বছর ধরে। তবে এবছর ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে দুর্গাপুজো। সেই সুবাদে গোটা রাজ্য জুড়েই আয়োজন হচ্ছে পুজো কার্নিভালের। তাই সমস্ত জায়গা সহ শিলিগুড়িতেও দুর্গাপূজা কার্নিভাল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার প্রস্তুতি চলছিল প্রায় কয়েকদিন ধরেই। মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ উদয়ন সমিতির মাঠে বিজয়া দশমীতে উমাকে মিষ্টি মুখ করিয়ে সিঁদুর খেলা
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় ৮০ থেকে ১০০ সাংস্কৃতিক কর্মী অংশ নেবেন বলে জানা গেছে। আজ সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই কার্নিভাল র্যালিটি হাসমি চক থেকে শুরু হয়ে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে থামবে। প্রথমবারের মতো এই অনুষ্ঠান নিয়ে শিলিগুড়ির মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস রয়েছে। এদিন প্রশাসনিক বৈঠকের পর গৌতম দেব বলেন, "চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে। চারটি সাংস্কৃতিক সংস্থা ও ২৭টি পুজো উদ্যোক্তা কার্নিভালে অংশগ্রহণ করছে।"
Anirban Roy