Siliguri Durga Puja 2022 II উদয়ন সমিতির মাঠে বিজয়া দশমীতে উমাকে মিষ্টি মুখ করিয়ে সিঁদুর খেলা

Last Updated:

আজ দশমী। উৎসবের ইতি। মন খারাপের শুরু। বাতাসে বিষাদের সুর। দুর্গাপুজোকে ঘিরে এক বছর ধরে চলছিল অপেক্ষা। কিন্তু আসতে না আসতেই যেন মা দুর্গাকে বিদায় জানাতে হচ্ছে।

+
title=

#শিলিগুড়ি : আজ দশমী। উৎসবের ইতি। মন খারাপের শুরু। বাতাসে বিষাদের সুর। দুর্গাপুজোকে ঘিরে এক বছর ধরে চলছিল অপেক্ষা। কিন্তু আসতে না আসতেই যেন মা দুর্গাকে বিদায় জানাতে হচ্ছে। চোখের নিমেষে কেটে গেল চারদিন। এবার তো মা'কে বিদায় জানানোর পালা। বিজয়ার তিথি অনুযায়ী, এদিন সকাল ইতিমধ্যেই বনেদি বাড়়ি ও বহু বারোয়ারি পুজো মণ্ডপে দশমী পুজো হয়ে গিয়েছে। প্রতিমা বিসর্জনের কন্যাসম দেবী উমাকে বরণ করে, মিষ্টি মুখ করিয়ে চলছে সিঁদুর খেলা। সদ্য বিবাহিতা থেকে প্রবীণা, সিদুঁর রাঙা গালে আজ সবাই দেবীরূপে অবতীর্ণ।
বিজয়া দশমীর দিনই কেন হয় এই সিঁদুর খেলা? তা নিয়ে নানা মত। কথিত রয়েছে, স্বামী পরিবারের মঙ্গলকামনায় একে অপরের সিথিতে সিঁদুর পরিয়ে খেলায় মাতেন বিবাহিত মহিলারা। আর দেবী দুর্গা বিবাহিত, ফলে তাঁকে সিঁদুর লাগিয়ে, মিষ্টি মুখ করিয়ে সংসারের ভালো চেয়ে কৈলাসের পথে বিদায় জানানোই বাঙালি রেওয়াজ। আবার, ভবিষ্য পুরাণ অনুযায়ী সিঁদুর ব্রহ্মের প্রতীক। মনে করা হয় ব্রহ্ম সমস্ত দুঃখ কষ্ট দূর করে সুখের সঞ্চার করেন।
advertisement
advertisement
তাই বিবাহিত মহিলারা একে অপরকে সিঁথিতে সিঁদুর পরিয়ে ব্রহ্মের সামনে স্বামী পরিবারের মঙ্গল কামনা করেন।সিদুঁর খেলার পাশাপাশি চলছে ধুনুচি নাচও। এছাড়া বিজয়া উপলক্ষে বিভিন্ন নাম করা মিষ্টির দোকানের সামনেও ভিড় নজরকাড়া। উদয়ন সমিতির মাঠে সিঁদুর খেলতে এসে উপাসনা মজুমদার জানান আজ মন খারাপ লাগছে ঠিকই। তবে দুবছর পর আবার এইভাবে সিঁদুর খেলতে খুব ভালো লাগছে। আগামী বছরের আসায় আবার দিন গুনছি।
advertisement
 
 
 
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri Durga Puja 2022 II উদয়ন সমিতির মাঠে বিজয়া দশমীতে উমাকে মিষ্টি মুখ করিয়ে সিঁদুর খেলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement