বিধান মার্কেট এর এক ব্যবসায়ী জানান, \"জালের মতো করে তার মাথার ওপরে রয়েছে, মাঝে মাঝেই ট্রান্সমিটারের আগুন জ্বলতে দেখা যায়। যেকোনো মুহূর্তে শর্ট সার্কিট হয়ে মানুষ সমস্যায় পড়তে পারেন। যেকোনো দোকানে আগুন লেগে বিপদ হতে পারে।\" কিছুদিন আগেও শর্ট সার্কিট থেকে বিধান মার্কেট এর একটি কাপড়ের গোডাউন ভস্মীভূত হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ প্লাস্টিক নিষিদ্ধ হতে বাড়ল কাগজের ঠোঙার চাহিদা
সঠিক অগ্নি নির্বাপক ব্যবস্থাও নেই। যা নিয়ে বিপদের আশঙ্কা করে রীতিমত আতঙ্কিত শহরবাসী। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। খোলা তার নিয়ে সরব শহরের বিরোধীরাও। খোলা তার নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যাথা নেই বলে জানান বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাজু সাহা। আন্ডারগ্রাউন্ড ওয়ারিং সিস্টেম করা হবে বলে ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও তৃণমূল কথা রাখেনি বলে তিনি জানান।
আরও পড়ুনঃ খাবার পৌঁছানোর কাজ বন্ধ করল ডেলিভারি বয়-রা! কী দাবি তাঁদের?
এ প্রসঙ্গে শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান বিষয়টি আমাদের নজরেই রয়েছে, আমরা আন্ডারগ্রাউন্ড ওয়ারিংয়ের সমস্ত কাজ যথারীতি শুরু করে দিয়েছি। এই আন্ডারগ্রাউন্ড ওয়ারিং কাজ শেষ হয়ে এই আতঙ্ক থেকে মুক্তি পাবে শিলিগুড়িবাসি বলে আশ্বাস প্রশাসনের।
Anirban Roy