চলতি বিশ্বকাপে ভারতের প্রতিটি ম্যাচই লাইভ দেখানো হয়েছে সেখানে। দেখানো হবে সেমিফাইনালও। মঙ্গলবার ওই- মাল্টিপ্লেক্সে খেলা দেখানো হবে কি না জানতে গিয়েছিলেন অনেকেই। কেউ কেউ টিকিট বুক করেও এসেছেন। কারও ইচ্ছে পরিবার নিয়ে খেলা দেখবেন, কারও আবার বন্ধুবান্ধব মিলে দেখার পরিকল্পনা। পপকর্ন চিবোতে চিবোতে প্রতিটা বল উপভোগ করতে চান তাঁরা। মাল্টিপ্লেক্সের ম্যানেজার সায়ক পালের বলছেন, প্রতিদিন ৬০ থেকে ৭০ শতাংশ দর্শকাসন ভর্তি ছিল।
advertisement
আরও পড়ুনঃ শহরে হার বাড়ছে মাদক সেবনের! ফের গ্রেফতার ৫
সেমিফাইনাল নিয়েও বেশ আগ্রহ রয়েছে মানুষের। সেমিফাইনালের প্রায় ৩৫ শতাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। হাকিম পাড়ার বাসিন্দা সায়ান চক্রবর্তী ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছেন পরিবারের সঙ্গে। এদিন তিনি সেমিফাইনালের জন্য অগ্রিম বুকিং করতে মাল্টিপ্লেক্সে আসেন। তাঁর কথায়, “আমি যখন জানতে পারি এবার মাল্টিপ্লেক্সে লাইভ ম্যাচ দেখা যাবে, তখন দেরি না করে সোজা টিকিট কেটে নিয়েছি। ক্রিকেট একটা আবেগ এবং তা বড় পর্দায় দেখার আনন্দটাই আলাদা।
আরও পড়ুনঃ সচেতনতাই কমাতে পারে শিশু নির্যাতন, পথে নামলেন শিক্ষক ও কচিকাঁচারা
প্রত্যাশিতভাবেই সেমিফাইনালের টিকিট হাতে পেয়েছে টিম ইন্ডিয়া। এবার প্রতিপক্ষ ইংল্যান্ড। বৃহস্পতিবার অ্যাডিলেডে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচ ঘিরে এখন উত্তেজনার পারদ চড়ছে। সম্রাট মল্লিক জানিয়েছেন “ম্যাচ থাকলে আমরা একসঙ্গেই দেখি। তবে এভাবে মাল্টিপ্লেক্সে ম্যাচ দেখার আনন্দটাই আলাদা।' সাধারণ মানুষের উৎসাহ দেখে ভবিষ্যতে এই ধরনের পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। ইংল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে পৌঁছালে সেই ম্যাচও দেখানো হবে। আর সেটাতে হাউসফুল হবে বলেই তাদের আশা।
Anirban Roy