Siliguri News: সচেতনতাই কমাতে পারে শিশু নির্যাতন, পথে নামলেন শিক্ষক ও কচিকাঁচারা

Last Updated:

মানুষের সচেতনতার অভাবে ঘরে-বাইরে যেনো বেড়েই চলছে শিশু নির্যাতন। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। রেলওয়ে কলোনি প্রাইমারি স্কুলের উদ্দ‍্যোগে ও ইয়ং ইন্ডিয়ার সহযোগিতায় শিশুরা আজকের সমাজের সম্পদ ,তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করার বিষয়ে এক সচেতনতা মিছিলে পা মেলালেন অনেক গণ‍্যমাণ‍্য ব‍্যক্তিত্বরা।

+
title=

#শিলিগুড়ি : মানুষের সচেতনতার অভাবে ঘরে-বাইরে যেনো বেড়েই চলছে শিশু নির্যাতন। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও নির্যাতনের শিকার হচ্ছে শিশুরা। রেলওয়ে কলোনি প্রাইমারি স্কুলের উদ্দ‍্যোগে ও ইয়ং ইন্ডিয়ার সহযোগিতায় শিশুরা আজকের সমাজের সম্পদ ,তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করার বিষয়ে এক সচেতনতা মিছিলে পা মেলালেন অনেক গণ‍্যমাণ‍্য ব‍্যক্তিত্বরা। এদিন স্কুলের প্রধান শিক্ষক জানান, শিশুরা আগীদিনের ভবিষ্যৎ তাদের এখন থেকেই সঠিক ভাবনায় শিক্ষিত করে তুলতে হবে। শিশু নির্যাতন রুখতে শিশুদের সঠিক ভাবে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে এই সমাজ সচেতনতা মিছিল বলে জানালেন স্কুলের শিক্ষকরা।
যেসব শিশুরা কেবল শিক্ষা নয়, জীবনের সব সুযোগ-সুবিধা থেকেই বঞ্চিত, সেই সব শ্রমজীবী বা পথশিশুদের অবস্থা আরো করুণ। শ্রমজীবী শিশুদের একটি বড় অংশ নিয়োজিত আছে বাসা-বাড়িতে পরিচারিকার কাজে। শারীরিক নির্যাতনের অন্যতম বড় ক্ষেত্র হচ্ছে যৌন নির্যাতন। কণ্যাশিশুরা অবস্থানভেদে নিরবে-নিভৃতে প্রতিনিয়ত শিকার হয় এ যৌন নির্যাতনের। পরিসংখ্যান বলছে, পরিবারেই শিশুরা সবচেয়ে বেশি যৌন নির্যাতনের শিকার হয়। পরিবারেই তারা সবচেয়ে বেশি অনিরাপদ।
advertisement
আরও পড়ুনঃ রাস্তা নাকি পুকুর! সংস্কারের দাবিতে পথে নামলেন স্থানীয়রা
অনেক সময় শিশুর বাবা-মা বা অভিভাবকরা বিষয়টি জেনেও কোনো পদক্ষেপ গ্রহণ করেন না বা করতে পারেন না। তাই এ জাতীয় ঘটনা থেকে যায় সবার অগোচরে। অনেক সময় সারাজীবন। অভিভাবকদের উদ্দেশ্যে স্কুলের প্রধান শিক্ষক বাপী চন্দ জানান, এই পদ যাত্রার মধ্যে দিয়ে তিনি অভিভাবকদের জানাতে চান নিজেদের সন্তানদের সাথে সুলভ আচরণ করুন তবেই সার্থকতা পাবেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাহাড় জুড়ে চলছে অবৈধ নির্মাণ! হাতুড়ি চালাল দার্জিলিং পৌরসভা
বাপীবাবু আরো বলেন শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাদের এখন থেকেই সঠিক ভাবনায় শিক্ষিত করতে না পারলে সমাজ তাদের নিচু চোখে দেখবে। শিশু নির্যাতন রোধ করতে গ্রহন করা যায় নানা ধরণের প্রতিরোধ এবং প্রতিকারমুলক ব্যবস্থা। তবে এই সকল প্রতিকার বা প্রতিরোধমুলক ব্যবস্থা হয়তো নির্যাতন রোধ করতে সাহায্য করতে পারে কিন্তু সম্পূর্ণরূপে শিশুদের নির্যাতন বন্ধ করা তখনই সম্ভব যখন মানুষের মাঝে শিশুদের নির্যাতন নিয়ে সচেতনতা তৈরি হবে। একদিনে বা এক জনের পক্ষে হয়তো নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা সম্ভব নয় কিন্তু নিজের পরিবারে বা এলাকায় সচেতনতা বৃদ্ধি করা একজনের পক্ষে সম্ভব হতে পারে।
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: সচেতনতাই কমাতে পারে শিশু নির্যাতন, পথে নামলেন শিক্ষক ও কচিকাঁচারা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement