এই পরিস্থিতিতে হঠাৎ এই আশঙ্কার কালো ছায়া ঘনিয়েছে। সম্প্রতি ফুলবাড়িতে বেশ কিছু পরিযায়ী পাখির মৃত্যু হয়েছে। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছেন পাখিপ্রেমীরা। আর যত পরিযায়ী পাখিদের আনাগোনা বাড়ছে ততই যেন চোরা শিকারী থেকে শুরু করে অসাধু পাখী ব্যবসায়ীদের তৎপরতাও বেড়েছে। ফলে বিপদের মুখে পড়ছে পরিযায়ী পাখিরা
আরও পড়ুন: ফুটবলের মত দেখতে কিন্তু এর নাম পাওয়ার বল! আর তা দেখতেই উপচে পড়ছে মানুষের ভিড়
advertisement
তাই শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি, মহানন্দা ব্যারেজে পরিযায়ী পাখিদের নিরাপত্তার সার্থে বিশেষ বন্দুকধারী বনকর্মীদের পাহারায় নিযুক্ত করল ঘোষপুকুর বনবিভাগ। বৃহস্পতিবার রাত থেকে লাগাতার চোরা শিকারিদের হাত থেকে পরিযায়ী পাখিদের রক্ষা করতে এই পাহারা চলবে। বনবিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা এসে ফুলবাড়ি ব্যারেজ পরিদর্শন করেন। ওই এলাকায় বর্তমানে পুলিশও টহল দিচ্ছে। তবে পরিযায়ী পাখিদের বিপদ কম নয়। তাদের ধরতে প্লাস্টিক ও পাতলা সুতো দিয়ে ফাঁদ পেতে রাখে শিকারিরা। সেই ফাঁদ থেকে পাখিদের রক্ষা করা বড় চ্যালেঞ্জ।
এই বিষয়ে ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জ অফিসার সোনম ভুটিয়া জানান, আগে শীত পড়তেই প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা শুরু হয়েছে ফুলবাড়ি ব্যারেজে। তবে চোরা শিকারিদেরর দাপটে তাদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। তাই চোরা শিকারিদের হাত থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, যতদিন পরিযায়ী পাখিরা এখানে থাকবে ততদিন এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে
অনির্বাণ রায়