আরও পড়ুন Hooghly News: হনুমান দাপাদাপি, ঘরে আটকে ব্যান্ডেলের বাসিন্দারা!
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এন এফ রেলওয়ে মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রশান্ত কুমার ধর বলেন, নতুন পেনশন স্কিমকে বাতিল করে অবিলম্বে পুরনো পেনশন স্কিম চালু করতে হবে৷ এর পাশাপাশি এদিন এই অবস্থান বিক্ষোভ থেকে দাবি করা হয়েছে যেভাবে প্রতিনিয়ত রেলের বেসরকারিকরণ করা হচ্ছে তা বন্ধ করতে হবে। যদি অবিলম্বে আমাদের দাবি গুলি না মানা হয়, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।
advertisement
আরও পড়ুন South24Parganas News : ক্যানিং বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১০টি দোকান
অন্যদিকে একই দাবিতে এন এফ রেলওয়ে মজদুর ইউনিয়নের নিউ জলপাইগুড়ি শাখা তরফেও রেলের নিউ জলপাইগুড়ি এরিয়া অফিসে অবস্থান বিক্ষোভে সামিল হল রেল কর্মীরা। সকাল থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে বিক্ষোভ।রেলওয়ে মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রশান্ত কুমার ধর বলেন, রেলওয়েতে কর্মরত মহিলারা চাইল্ড কেয়ার ছুটি যেটা পেয়ে থাকে, সেখানে দুবছরের পূর্ণ বেতন তারা পেতেন৷ কিন্তু সপ্তম পে কমিশনের পরে সেটা প্রথম বছর পূর্ণ বেতন এবং দ্বিতীয় বছর ৮০ শতাংশ বেতন পান। আমাদের দাবি তারা যেন দু বছরই পূর্ণ বেতন পান । এছাড়াও তিনি বলেন রেলওয়ে আবাসনগুলো খুব শোচনীয় অবস্থা৷ সেগুলি যেন অতিসত্বর মেরামত করা হয় সেটাও আমাদের দাবির মূল অংশ। এই সমস্ত দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন রেলকর্মীরা।
অনির্বাণ রায়