South24Parganas News : ক্যানিং বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১০টি দোকান
Last Updated:
গভীর রাতের দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং বাজারে মাতলা ব্রিজের সংলগ্ন রোডে প্রায় দশটি দোকান আগুনে ভূস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাতেই দমকলের ইঞ্জিন ঘটনার স্থানে এসে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে
#ক্যানিং: বুধবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাজারের মাতলা ব্রিজ সংলগ্ন রোড এলাকার প্রায় দশটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাতেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে ঘটনার তদন্ত করছে দমকল ও ক্যানিং থানার পুলিশ। ক্ষতিগ্রস্ত দোকান গুলির মধ্যে ছিল ব্যাগের দোকান, জুতোর দোকান, জামা কাপড়ের দোকান, মিষ্টির দোকান, সেলুন সহ একাধিক দোকান। সবই আগুনে পুড়ে যায়। ঘন্টা কয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেও এই এলাকায় একাধিকবার দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন Weather Update| Birbhum: টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে বীরভূমের আবহাওয়া?
পাশাপাশি এই ঘটনা এক প্রত্যক্ষদর্শী প্রদীপ দাস তিনি ক্যানিং ব্যবসায়ী সমিতি সভাপতি। সবাই সবার মত দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছে। গভীর রাতে হঠাৎ আমাদের যিনি নাইট গার্ড আছে তিনি ফোন করে বলে বাজারে আগুন লেগে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি৷ মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা ক্যানিং থানায় খবর পাঠাই৷ দমকলেও ফোন করা হয়৷ দমকলে গাড়িও চলে আসে। কিন্তু তার মধ্যে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
advertisement
advertisement
তিনি আরও জানান, এখানে বহু মানুষ কষ্ট করে ব্যবসা করে৷ তাদের প্রচন্ড ক্ষতি হয়েছে। এই জায়গায় আগুন লাগছে। এই নিয়ে টানা তিনবার হল কীভাবে আগুন লাগছে তার কারণ বোঝা যাচ্ছে না। আমরা আমাদের তরফ থেকে রাতে নাইট গার্ডের ব্যবস্থা করেছি৷ যাতে এরকম কোনও রকম ঘটনা না ঘটে সেই জন্য আমরা চেষ্টা।
advertisement
সুমন সাহা
Location :
First Published :
October 13, 2022 12:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South24Parganas News : ক্যানিং বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১০টি দোকান