TRENDING:

Siliguri News: চলল লাগাতার অভিযান! ফের আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি পাকড়াও

Last Updated:

ফের আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বন দফতর। সম্প্রতি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ডাবগ্রাম রেঞ্জ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ফের বন দফতর অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে গ্রেফতার করে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : ফের আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বন দফতর। সম্প্রতি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ডাবগ্রাম রেঞ্জ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ফের বন দফতর অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে গ্রেফতার করে । তার কাছ থেকে দুটি বন্দুক সহ কচ্ছপের খোল, টিয়াপাখি উদ্ধার করল বৈকুন্ঠপুর বন দফতরের ডাবগ্রাম রেঞ্জ।জানা গিয়েছে ধৃত ব্যাক্তির নাম অঞ্জন মিশ্রা তার বাড়ি খোলাচাঁদ ফাপড়ি এলকায়। মূলত বন্যপ্রাণী শিকার করার একটা বড় চক্র বহুদিন ধরে জঙ্গলে কাজ করছিল। এই চোরা শিকারিরদের সমুলে উৎপাটিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ডাবগ্রাম বন দফতর।
advertisement

বর্তমানে বড় সাফল্য পেল ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। ধৃত ব্যাক্তিকে গ্রেফতার করে আরও কয়েকজনের হদিশ পেয়েছে বনদফতর। যদিও তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় জানায়নি বনদফতর। সম্প্রতি কৃষ্ণ কুমার ছেত্রী নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। ধৃতের হেফজত থেকে একটি বন্দুক, একটি কার্তুজ, তীর, ধনুক, কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে।

advertisement

আরও পড়ুনঃ অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া শিলিগুড়ি পুরনিগম!

শুক্রবার ডাবগ্রাম বনদফতর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈকুন্ঠপুর বনদফতরের এডিএফও জয়ন্ত মণ্ডল জানান, বৃহস্পতিবার রাতভোর তল্লাশি চালিয়ে এক ব্যাক্তিকে গ্রেফতার করা সহ একটি দেশি বন্দুক একটি লোডেড ওয়ান ব্যারেল বন্দুক, আ্যালেকজান্ড্রীয়া প্যারাকিট প্রজাতির টিয়া পাখি, একটি কচ্ছপের খোল সহ বন্দুকে ব্যবহৃত সামগ্রি উদ্ধার হয়। নিঃসন্দেহে ওরা ফায়ার করার জন্যই কোথাও যাচ্ছিল। কিন্তু তাদের কাজকে আমরা সফল হতে তিনি। ভিতরের কাছ থেকে আরো কিছু নাম উঠে আসছে আমরা তার ভিত্তিতে তদন্ত শুরু করেছি, আশা করছি খুব শীঘ্রই বাকিদেরও ধরা হবে। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: চলল লাগাতার অভিযান! ফের আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তি পাকড়াও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল