বর্তমানে বড় সাফল্য পেল ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। ধৃত ব্যাক্তিকে গ্রেফতার করে আরও কয়েকজনের হদিশ পেয়েছে বনদফতর। যদিও তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় জানায়নি বনদফতর। সম্প্রতি কৃষ্ণ কুমার ছেত্রী নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা। ধৃতের হেফজত থেকে একটি বন্দুক, একটি কার্তুজ, তীর, ধনুক, কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
advertisement
আরও পড়ুনঃ অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া শিলিগুড়ি পুরনিগম!
শুক্রবার ডাবগ্রাম বনদফতর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈকুন্ঠপুর বনদফতরের এডিএফও জয়ন্ত মণ্ডল জানান, বৃহস্পতিবার রাতভোর তল্লাশি চালিয়ে এক ব্যাক্তিকে গ্রেফতার করা সহ একটি দেশি বন্দুক একটি লোডেড ওয়ান ব্যারেল বন্দুক, আ্যালেকজান্ড্রীয়া প্যারাকিট প্রজাতির টিয়া পাখি, একটি কচ্ছপের খোল সহ বন্দুকে ব্যবহৃত সামগ্রি উদ্ধার হয়। নিঃসন্দেহে ওরা ফায়ার করার জন্যই কোথাও যাচ্ছিল। কিন্তু তাদের কাজকে আমরা সফল হতে তিনি। ভিতরের কাছ থেকে আরো কিছু নাম উঠে আসছে আমরা তার ভিত্তিতে তদন্ত শুরু করেছি, আশা করছি খুব শীঘ্রই বাকিদেরও ধরা হবে। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
Anirban Roy