Siliguri News: অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া শিলিগুড়ি পুরনিগম!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে শিলিগুড়ি পুরনিগম। শহর জুড়ে যত্রতত্র গড়ে উঠছে গোডাউন। পুরকর্তৃপক্ষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধ নির্মাণ হয়েই চলেছে শহরে। অবৈধ নির্মাণ এতটাই বেড়ে গিয়েছে যে লোকের থাকার জায়গায় ঠাই মিলছে না।
#শিলিগুড়ি : অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে শিলিগুড়ি পুরনিগম। শহর জুড়ে যত্রতত্র গড়ে উঠছে গোডাউন। পুরকর্তৃপক্ষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধ নির্মাণ হয়েই চলেছে শহরে। অবৈধ নির্মাণ এতটাই বেড়ে গিয়েছে যে লোকের থাকার জায়গায় ঠাই মিলছে না। শহরের যে কোন জায়গায় কোন বিল্ডিং বা গোডাউন নির্মাণ করতে গেলে তার একটা নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই গোডাউন বা বিল্ডিং বানাতে হয়। কিন্তু কেউবা কারা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গোডাউন বানিয়ে রাখছে। তার কোন উপযুক্ত নথিও নেই তাদের কাছে তাই এবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান পুরনিগমের।
শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৪২ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার সংলগ্ন এলাকায় একটি অবৈধ গোডাউন ভেঙে দিল পুরনিগম। ঘটনাস্থলে উপস্থিত ছিল ভক্তিনগর থানার পুলিশ। জানা গিয়েছে, ৪২ নম্বর ওয়ার্ডের বাংলা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ছিল এই অবৈধ গোডাউন। পুরনিগমে অভিযোগ আসতেই গোডাউন মালিককে গোডাউনের নথী পুরনিগমে জমা দেওয়ার কথা বলা হয়। পুরনিগমের তরফে নোটিশ দেওয়া হলেও গোডাউন মালিক কোনো কথা শোনেননি। এরপরই আজ জেসিবি দিয়ে গোডাউনটি ভেঙে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা নাটকে মজল কচিকাঁচারা
এই বিষয়ে পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া বলেন, গোডাউনের কাগজপত্র জমা করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। গোডাউনের মালিক তা করেননি।এরপরই আজ সেই গোডাউন ভেঙে দেওয়া হয়।শহরে এই ধরণের অবৈধ নির্মানের বিরুদ্ধে লাগাতার পুরনিগমের অভিযান চলবে। তিনি আরো জানিয়েছেন এভাবে যত্রতত্র যদি প্রয়োজনীয় নথি ছাড়াই কেউ গোডাউন বা অবৈধ কোন বিল্ডিং তৈরি করেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
Anirban Roy
Location :
First Published :
November 18, 2022 1:03 PM IST