TRENDING:

Siliguri News: সকালে বাজারে এসেই পিলে একেবারে চমকে গেল! তুলকালাম

Last Updated:

Siliguri News: পরিত্যক্ত ক্যান ঘিরে রহস্য শিলিগুড়িতে! চাঞ্চল্য গোটা এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: ক্যানের ভেতর কি আছে ? বাজারের এক কোনায় পড়ে থাকা ক্যানকে ঘিরে আতঙ্ক ছড়ালো শিলিগুড়ির সুভাষপল্লী বাজারে। এদিন দীর্ঘক্ষণ ধরে বাজারের এক কোণে একটি ক্যান রাখা ছিল। তবে ক্যানটি কার? এই প্রশ্ন উঠতেই আতঙ্ক ছড়ায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমি হাজরা। খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়। পরেপুলিশ এসে ক্যানটি পরীক্ষার জন্য নিয়ে যায়।
পরিত্যক্ত ক্যান ঘিরে রহস্য শিলিগুড়িতে! চাঞ্চল্য গোটা এলাকায়
পরিত্যক্ত ক্যান ঘিরে রহস্য শিলিগুড়িতে! চাঞ্চল্য গোটা এলাকায়
advertisement

সকালে বাজার খোলার পর থেকে পরিত্যাক্ত অবস্থায় ওই   ক্যানটি পড়ে থাকতে দেখে কিছু ব্যবসায়ী। কিন্তু সামনে যাবার সাহস কেউ করছিল না। পাঁচ কান হতেই সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে ঐ ক্যানটি ওখানে কিভাবে এলো? কে রেখে গেল? তৎক্ষণাৎ স্থানীয় কাউন্সিলরকে খবর দেওয়া হয় তারপর কাউন্সিলর এসে পৌছে পুলিশকে জানান।

advertisement

আরও দেখুন

View More

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ক্যানের ভেতরে কোন বিষাক্ত ক্যামিক্যাল রয়েছে। ক্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।তবে বাজারে এই ধরনের বিষাক্ত মালিকহীন ক্যামিকেলের ক্যান কিভাবে এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কাউন্সিলর মৌসুমী হাজরা।তিনি বাজারের নিরাপত্তা নিয়েও চিন্তা প্রকাশ করেছেন।

আরও দেখুন –

advertisement

স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরা জানিয়েছেন, “সকালবেলা ওইভাবে একটি পরিত্যক্ত ক্যান কে রেখে গিয়েছে, সেটা নিয়ে এখানের ব্যবসায়ীরা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু চিন্তার কোন কারণ নেই পুলিশ এসে ক্যানটি পরীক্ষার জন্য নিয়ে গিয়েছে।’’ তবে এভাবে বাজারে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলব কোন বড় বিপদের সম্মুখীন হতে পারতো ব্যবসায়ীরা তথা বাজার করতে এসে লোকেরা।

advertisement

স্থানীয় ব্যবসায়ী রাতুল হালদার জানান, ‘‘সকালে এসেই বাজার বাঁচাতে পৌঁছাতেই এই ক্যানটি চোখে পড়ে, ভয়ে ওটার দিকে কেউ এগোচ্ছিল না আমি তারপরে ফোন করে কাউন্সিলরকে বিষয়টি জানাই। “

সেরা ভিডিও

আরও দেখুন
'হীরক রাজার দেশে’র স্মৃতিতে নামকরণ কটেজের, জয়চণ্ডীর সাংস্কৃতিক রূপকথা
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: সকালে বাজারে এসেই পিলে একেবারে চমকে গেল! তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল