সকালে বাজার খোলার পর থেকে পরিত্যাক্ত অবস্থায় ওই ক্যানটি পড়ে থাকতে দেখে কিছু ব্যবসায়ী। কিন্তু সামনে যাবার সাহস কেউ করছিল না। পাঁচ কান হতেই সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে ঐ ক্যানটি ওখানে কিভাবে এলো? কে রেখে গেল? তৎক্ষণাৎ স্থানীয় কাউন্সিলরকে খবর দেওয়া হয় তারপর কাউন্সিলর এসে পৌছে পুলিশকে জানান।
advertisement
আরও দেখুন
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ক্যানের ভেতরে কোন বিষাক্ত ক্যামিক্যাল রয়েছে। ক্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।তবে বাজারে এই ধরনের বিষাক্ত মালিকহীন ক্যামিকেলের ক্যান কিভাবে এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কাউন্সিলর মৌসুমী হাজরা।তিনি বাজারের নিরাপত্তা নিয়েও চিন্তা প্রকাশ করেছেন।
আরও দেখুন –
স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরা জানিয়েছেন, “সকালবেলা ওইভাবে একটি পরিত্যক্ত ক্যান কে রেখে গিয়েছে, সেটা নিয়ে এখানের ব্যবসায়ীরা ভয় পেয়ে গিয়েছিল কিন্তু চিন্তার কোন কারণ নেই পুলিশ এসে ক্যানটি পরীক্ষার জন্য নিয়ে গিয়েছে।’’ তবে এভাবে বাজারে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আমি বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলব কোন বড় বিপদের সম্মুখীন হতে পারতো ব্যবসায়ীরা তথা বাজার করতে এসে লোকেরা।
স্থানীয় ব্যবসায়ী রাতুল হালদার জানান, ‘‘সকালে এসেই বাজার বাঁচাতে পৌঁছাতেই এই ক্যানটি চোখে পড়ে, ভয়ে ওটার দিকে কেউ এগোচ্ছিল না আমি তারপরে ফোন করে কাউন্সিলরকে বিষয়টি জানাই। “
Anirban Roy






