TRENDING:

Siliguri Book Fair: শিলিগুড়ি বইমেলায় 'স্মৃতির দোকান'! নতুন প্রজন্মকে ‘পুরনো স্পর্শ’ চেনাচ্ছেন কলেজ স্ট্রিটের অভিজিৎ, ছোট্ট স্টলে বড় আকর্ষণ

Last Updated:

Siliguri Book Fair: শিলিগুড়ি বইমেলায় এবারের চমক কলকাতার কলেজ স্ট্রিট থেকে আসা একটি বিশেষ স্টল। দোয়াত, কলম আর বাংলা হরফে লেখা হাতঘড়ি মিলছে এক স্টলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ি বইমেলার ভিড়ের মাঝে এক কোণে যেন দাঁড়িয়ে আছে অতীতের এক ছোট্ট জানলা। চকচকে নতুন বই আর গ্যাজেটের দুনিয়ার ফাঁক গলে চোখে পড়ল দোয়াত, কলম আর বাংলায় লেখা হাতঘড়ির সাজানো এক ব্যতিক্রমী স্টল। স্টলের সামনে ভিড় জমে আছে সকাল থেকেই। কারণ স্রেফ জিনিস নয়, এখানে বিক্রি হচ্ছে এক সময়ের আবেগ, স্মৃতি আর হারিয়ে যাওয়া চেনা গন্ধ।
advertisement

কলকাতার কলেজ স্ট্রিট থেকে এসে এই স্টল সাজিয়েছেন অভিজিৎ বসাক। আজকের দিনে যেখানে ডট পেনেই লেখার অভ্যাস গড়ে উঠেছে সকলের, সেখানে দোয়াত-কলমের বোতল খুলে কালির গন্ধে ডুবে যাওয়ার অভিজ্ঞতা অনেকের কাছেই ইতিহাস। সেই অভিজ্ঞতাকেই ফের নতুন করে ছুঁয়ে দেখার সুযোগ করে দিয়েছেন তিনি। মাত্র ২০০ টাকা থেকে শুরু ইনকপেন। দেখতে সরল, কিন্তু সেই সরলতার মধ্যেই লুকিয়ে আছে অতীতের টান।

advertisement

আরও পড়ুনঃ আজ সুন্দরবন দিবস! জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় বর্ণাঢ্য অনুষ্ঠান, ম্যানগ্রোভ বাঁচাতে শপথ, এই দিনের তাৎপর্য জানেন

এখানেই শেষ নয়। অভিজিতের স্টলে আরেক চমক – সম্পূর্ণ বাংলায় লেখা হাতঘড়ি। সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল আরও নানান ব্যক্তিত্বের পোর্ট্রেট আঁকা ডায়াল। সংখ্যাগুলোও বাংলায়। যেন কবিতার মতো বয়ে চলা সময়কে ধরে রাখা এক ছোট্ট শিল্পকর্ম। মহিলা এবং পুরুষ – দু’রকম ডিজাইনেই পাওয়া যাচ্ছে। দাম শুরু প্রায় দেড় হাজার টাকা থেকে। ঘড়িগুলোর সামনে দাঁড়িয়ে মানুষ বারবার বলছেন, “এমন তো আগে কখনও দেখিনি!”

advertisement

View More

আরও পড়ুনঃ ঋতুস্রাবের সময়ে পরিচ্ছন্নতা না মানলে হতে পারে জটিল সংক্রমণ! স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সুন্দরবনে মহিলাদের নিয়ে সচেতনতা কর্মসূচি

প্রথমবার শিলিগুড়ি বইমেলায় এসেই এই সাড়া পেয়ে অভিভূত অভিজিৎ জানাচ্ছেন, “নতুন প্রজন্মকে পুরোনো দিনের জিনিস চিনিয়ে দেওয়াই আমার উদ্দেশ্য। আমাদের বাবা-মায়ের সময় এগুলোই ছিল নিত্য ব্যবহার্য। এখনকার ছেলেমেয়েরা সেই ছোঁয়া পায় না। তাই আমি চাই তারা জানুক, দেখুক- কেমন ছিল সেই সময়।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ঠিক সেই উদ্দেশ্যই যেন সার্থক হচ্ছে। কলেজ পড়ুয়া থেকে স্কুলের ছাত্রছাত্রী-নানা বয়সের মানুষ ভিড় জমাচ্ছে অভিজিতের স্টলে। হাতে নিয়ে দেখছে দোয়াত-কলম, আঙুল বুলিয়ে দেখছে বাংলা হরফের ঘড়ি। কেউ কিনছে, কেউ শুধু দেখেই মুগ্ধ হয়ে বলছে, “এগুলো তো যেন ছোটবেলার গল্পের মতন!”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'হীরক রাজার দেশে’র স্মৃতিতে নামকরণ কটেজের, জয়চণ্ডীর সাংস্কৃতিক রূপকথা
আরও দেখুন

শিলিগুড়ির বইমেলায় তাই শুধু বই নয়, এই ছোট্ট স্টলটি হয়ে উঠেছে স্মৃতির দোকান। যেখানে সময় থমকে দাঁড়িয়েছে, আর নতুন প্রজন্ম খুঁজে পাচ্ছে পুরোনো দিনের এক অচেনা-মায়াবী স্পর্শ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Book Fair: শিলিগুড়ি বইমেলায় 'স্মৃতির দোকান'! নতুন প্রজন্মকে ‘পুরনো স্পর্শ’ চেনাচ্ছেন কলেজ স্ট্রিটের অভিজিৎ, ছোট্ট স্টলে বড় আকর্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল