IMD Weather Update: শুষ্ক ঠান্ডা হাওয়ার দাপট বাংলায় একাধিক জেলায়, জাঁকিয়ে শীত কবে? ঘন কুয়াশায় সতর্কবার্তা আবহাওয়া দফতরের
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
IMD Weather Update: আগামী ২৪ ঘণ্টায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জেলায় জেলায় বাড়বে ঘন কুয়াশার দাপট।
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং থেকে শুরু করে মালদহ ও দিনাজপুরের দুই জেলার আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে। তবে শীতের শুষ্ক পরিবেশের মধ্যেই কিছু জেলায় কুয়াশা বাড়াতে পারে দৃষ্টিসীমা–এমনই পূর্বাভাস।
advertisement
2/5
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভোরের দিকে অগভীর থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। এতে দৃষ্টিসীমা ৯৯৯ মিটার থেকে নেমে ২০০ মিটার পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা যানবাহন চলাচলে প্রভাব ফেলতে পারে। তবে দুপুরের পর কুয়াশা কাটলে আবহাওয়া থাকবে শুকনো ও স্বস্তিদায়ক।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় দিনের বেশিরভাগ সময়ই শুষ্ক ও তুলনামূলক স্থিতিশীল আবহাওয়া বজায় থাকবে। এই জেলাগুলিতে কুয়াশার আশঙ্কা তুলনামূলক কম হলেও শীতের আমেজ ক্রমশ বাড়বে বলে ধারণা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
জেলার ভিত্তিতে তাপমাত্রার পরিসংখ্যান অনুযায়ী, পাহাড়ে শীতের দাপট আরও স্পষ্ট। দার্জিলিঙে দিনের তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৮ ডিগ্রিতে, কালিম্পংয়ে ১৯ ডিগ্রি। অন্যদিকে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দক্ষিণ দিনাজপুরে ২৩ ডিগ্রি এবং উত্তর দিনাজপুরে ২২ ডিগ্রি তাপমাত্রা নথিভুক্ত হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আবহাওয়া দফতরের মতে, শুষ্ক উত্তর-পূর্বী হাওয়া প্রবাহ অব্যাহত থাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে পর্যটন মরশুমে পাহাড় থেকে সমতল—সব জায়গাতেই শীতের অনুভূতি আরও প্রকট হবে। তবে সকালের কুয়াশায় সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য