Siliguri Book Fair: শিলিগুড়ি বইমেলায় 'স্মৃতির দোকান'! নতুন প্রজন্মকে ‘পুরনো স্পর্শ’ চেনাচ্ছেন কলেজ স্ট্রিটের অভিজিৎ, ছোট্ট স্টলে বড় আকর্ষণ

Last Updated:

Siliguri Book Fair: শিলিগুড়ি বইমেলায় এবারের চমক কলকাতার কলেজ স্ট্রিট থেকে আসা একটি বিশেষ স্টল। দোয়াত, কলম আর বাংলা হরফে লেখা হাতঘড়ি মিলছে এক স্টলে।

+
শিলিগুড়ি

শিলিগুড়ি বইমেলায় অভিজিৎ বসাকের স্টল

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ি বইমেলার ভিড়ের মাঝে এক কোণে যেন দাঁড়িয়ে আছে অতীতের এক ছোট্ট জানলা। চকচকে নতুন বই আর গ্যাজেটের দুনিয়ার ফাঁক গলে চোখে পড়ল দোয়াত, কলম আর বাংলায় লেখা হাতঘড়ির সাজানো এক ব্যতিক্রমী স্টল। স্টলের সামনে ভিড় জমে আছে সকাল থেকেই। কারণ স্রেফ জিনিস নয়, এখানে বিক্রি হচ্ছে এক সময়ের আবেগ, স্মৃতি আর হারিয়ে যাওয়া চেনা গন্ধ।
কলকাতার কলেজ স্ট্রিট থেকে এসে এই স্টল সাজিয়েছেন অভিজিৎ বসাক। আজকের দিনে যেখানে ডট পেনেই লেখার অভ্যাস গড়ে উঠেছে সকলের, সেখানে দোয়াত-কলমের বোতল খুলে কালির গন্ধে ডুবে যাওয়ার অভিজ্ঞতা অনেকের কাছেই ইতিহাস। সেই অভিজ্ঞতাকেই ফের নতুন করে ছুঁয়ে দেখার সুযোগ করে দিয়েছেন তিনি। মাত্র ২০০ টাকা থেকে শুরু ইনকপেন। দেখতে সরল, কিন্তু সেই সরলতার মধ্যেই লুকিয়ে আছে অতীতের টান।
advertisement
আরও পড়ুনঃ আজ সুন্দরবন দিবস! জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় বর্ণাঢ্য অনুষ্ঠান, ম্যানগ্রোভ বাঁচাতে শপথ, এই দিনের তাৎপর্য জানেন
এখানেই শেষ নয়। অভিজিতের স্টলে আরেক চমক – সম্পূর্ণ বাংলায় লেখা হাতঘড়ি। সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল আরও নানান ব্যক্তিত্বের পোর্ট্রেট আঁকা ডায়াল। সংখ্যাগুলোও বাংলায়। যেন কবিতার মতো বয়ে চলা সময়কে ধরে রাখা এক ছোট্ট শিল্পকর্ম। মহিলা এবং পুরুষ – দু’রকম ডিজাইনেই পাওয়া যাচ্ছে। দাম শুরু প্রায় দেড় হাজার টাকা থেকে। ঘড়িগুলোর সামনে দাঁড়িয়ে মানুষ বারবার বলছেন, “এমন তো আগে কখনও দেখিনি!”
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঋতুস্রাবের সময়ে পরিচ্ছন্নতা না মানলে হতে পারে জটিল সংক্রমণ! স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সুন্দরবনে মহিলাদের নিয়ে সচেতনতা কর্মসূচি
প্রথমবার শিলিগুড়ি বইমেলায় এসেই এই সাড়া পেয়ে অভিভূত অভিজিৎ জানাচ্ছেন, “নতুন প্রজন্মকে পুরোনো দিনের জিনিস চিনিয়ে দেওয়াই আমার উদ্দেশ্য। আমাদের বাবা-মায়ের সময় এগুলোই ছিল নিত্য ব্যবহার্য। এখনকার ছেলেমেয়েরা সেই ছোঁয়া পায় না। তাই আমি চাই তারা জানুক, দেখুক- কেমন ছিল সেই সময়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঠিক সেই উদ্দেশ্যই যেন সার্থক হচ্ছে। কলেজ পড়ুয়া থেকে স্কুলের ছাত্রছাত্রী-নানা বয়সের মানুষ ভিড় জমাচ্ছে অভিজিতের স্টলে। হাতে নিয়ে দেখছে দোয়াত-কলম, আঙুল বুলিয়ে দেখছে বাংলা হরফের ঘড়ি। কেউ কিনছে, কেউ শুধু দেখেই মুগ্ধ হয়ে বলছে, “এগুলো তো যেন ছোটবেলার গল্পের মতন!”
advertisement
শিলিগুড়ির বইমেলায় তাই শুধু বই নয়, এই ছোট্ট স্টলটি হয়ে উঠেছে স্মৃতির দোকান। যেখানে সময় থমকে দাঁড়িয়েছে, আর নতুন প্রজন্ম খুঁজে পাচ্ছে পুরোনো দিনের এক অচেনা-মায়াবী স্পর্শ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Book Fair: শিলিগুড়ি বইমেলায় 'স্মৃতির দোকান'! নতুন প্রজন্মকে ‘পুরনো স্পর্শ’ চেনাচ্ছেন কলেজ স্ট্রিটের অভিজিৎ, ছোট্ট স্টলে বড় আকর্ষণ
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement