Richa Ghosh : বিশ্বকাপজয়ী একমাত্র বাঙালি তিনি, সেই রিচা ঘোষের নামে এবার ইনডোর স্টেডিয়ামে একটি স্ট্যান্ড! বড়সড় ঘোষণা

Last Updated:

Richa Ghosh : রাজ্যের উত্তরাঞ্চলে মহিলা ক্রিকেটারদের মধ্যে অন্যতম সফল নাম রিচা ঘোষ। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর ধারাবাহিক সাফল্যকে সম্মান জানাতেই এই উদ্যোগ—এমনটাই মনে করছেন অনেকে।

রিচা ঘোষের নামে স্টেডিয়ামের স্ট্যান্ড!
রিচা ঘোষের নামে স্টেডিয়ামের স্ট্যান্ড!
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ি ক্রীড়াপ্রেমী মহলের জন্য বড় খবর। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মিউনিসিপ্যাল ইনডোর স্টেডিয়ামের (পূর্বে শিলিগুড়ি ইনডোর স্টেডিয়াম) একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের নামে। কর্পোরেশনের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশ জারি করা হয়েছে।
কর্পোরেশনের মেয়র-ইন-কাউন্সিল সভায় ১১ নভেম্বর ২০২৫ তারিখে প্রস্তাবটি অনুমোদন করা হয় এবং পরে ২৯ নভেম্বর বোর্ড অফ কাউন্সিলরস বৈঠকে সিদ্ধান্তটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্যই এদিন এই আদেশ প্রকাশ করেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার।
নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, স্ট্যান্ডের নামকরণ সম্পর্কিত সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। কর্পোরেশনের বিভিন্ন শাখা, বরো অফিস থেকে কাউন্সিলর—সকলের কাছে নির্দেশ পাঠানো হয়েছে। একই সঙ্গে এই তথ্য শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সরকারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে।
advertisement
advertisement
রাজ্যের উত্তরাঞ্চলে মহিলা ক্রিকেটারদের মধ্যে অন্যতম সফল নাম রিচা ঘোষ। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর ধারাবাহিক সাফল্যকে সম্মান জানাতেই এই উদ্যোগ—এমনটাই মনে করছেন অনেকে। ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বরাও বলছেন, শহরের ক্রীড়া অবকাঠামোতে কোনো আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের নামে স্ট্যান্ড তৈরি হলে তা আগামীর খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাবে।
আরও পড়ুন- রাতেই ক্রেনের সাহায্যে মঞ্চে উঠল বিশ্বের সবচেয়ে বৃহৎ মেসির মূর্তি, ইতিহাসের সাক্ষী কলকাতা
কর্পোরেশনের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই শহরজুড়ে আনন্দের স্রোত। খেলোয়াড় থেকে অভিভাবক—সবাই মনে করছেন, শিলিগুড়ির সন্তান রিচা ঘোষের নাম এখানে আরও গর্বের সঙ্গে উচ্চারিত হবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Richa Ghosh : বিশ্বকাপজয়ী একমাত্র বাঙালি তিনি, সেই রিচা ঘোষের নামে এবার ইনডোর স্টেডিয়ামে একটি স্ট্যান্ড! বড়সড় ঘোষণা
Next Article
advertisement
Amit Shah Replies to Rahul Gandhi: 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে তোপ শাহের! লোকসভায় দুই নেতার তুমুল বাকযুদ্ধ
  • সংসদে রাহুল-শাহ তুমুল বাকযুদ্ধ৷

  • ভোট চুরি নিয়ে শাহকে বিতর্কে অংশ নিতে বললেন রাহুল৷

  • 'আপনার কথায় সংসদ চলবে না', রাহুলকে জবাব শাহের৷

VIEW MORE
advertisement
advertisement