TRENDING:

Saraswati Puja: শিলিগুড়ির হসপিটাল মোড় যেন একদিনের 'সরস্বতী হাট'!

Last Updated:

রাত পোহালেই সরস্বতী পুজো, শেষ মুহূর্তে জমে উঠেছে কেনাকাটা। শিলিগুড়ির হসপিটাল মোড় যেন পরিণত হয়েছে 'সরস্বতী হাটে'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: সরস্বতী পুজো এলেই শিলিগুড়ির হসপিটাল মোড় যেন মূর্তি বিক্রির হাট হয়ে ওঠে। তবে করোনার জন্য গত দু'বছর ছবিটা অনেকটাই অন্যরকম ছিল। হসপিটাল মোড়‌ও ফাঁকা ছিল গত দু'বছর। তবে এবার সমস্ত কিছু স্বাভাবিক থাকায় আবার হসপিটাল মোড় ভরে উঠেছে বিক্রির জন্য জড়ো করা সরস্বতীর মূর্তিতে। আর এতে খুশির আমেজ ধরা পড়ছে পড়ুয়া থেকে শুরু করে প্রতিমা বিক্রেতা সকলের মধ্যে। পুজোর আগে সরস্বতী মূর্তি বিক্রির চাহিদা থাকায় খুশি বিক্রেতারা।
advertisement

রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। আর এক‌ইদিনে হবে সরস্বতী পুজো। আট থেকে আশি, বাঙালির কাছে সরস্বতী পুজো এক সর্বজনীন উৎসব। অনেক আবেগ জড়িয়ে থাকে এই পুজোর সঙ্গে। আর তাই পুজোর আগের দিন উৎসবের আনন্দের পাশাপাশি শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে উঠেছে সর্বত্র।

আরও পড়ুন: আর মাত্র ১ বছরের অপেক্ষা, তারপর‌ই উত্তরবঙ্গ থেকে ট্রেন গিয়ে পৌঁছবে সিকিমে!

advertisement

হসপিটাল মোড়ের সরস্বতী প্রতিমা বিক্রেতারা জানিয়েছেন, গত দু'বছর পরিস্থিতির স্বাভাবিক না থাকায় তেমন লাভ হয়নি। তবে এবছর সবকিছু স্বাভাবিক থাকায় লাভের আশা করছেন তাঁরা। এদিকে, ছোট হোক বা বড়, নতুন সরস্বতী প্রতিমা কিনতে ক্রেতাদের উৎসাহ‌ও লক্ষ করা গিয়েছে। প্রতিমা কিনতে আসা এক স্কুল শিক্ষিকা বলেন, "সরস্বতী পুজোর আগে বেছেবুছে নতুন প্রতিমা কেনার আনন্দটাই আলাদা। সেই স্কুলে পড়ার সময় থেকে এই কাজ করে আসছি। এখন আমি শিক্ষিকা, কিন্তু এই আনন্দ থেকে নিজেকে সরিয়ে রাখার কথা ভাবতেই পারি না।"

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Saraswati Puja: শিলিগুড়ির হসপিটাল মোড় যেন একদিনের 'সরস্বতী হাট'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল