রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। আর একইদিনে হবে সরস্বতী পুজো। আট থেকে আশি, বাঙালির কাছে সরস্বতী পুজো এক সর্বজনীন উৎসব। অনেক আবেগ জড়িয়ে থাকে এই পুজোর সঙ্গে। আর তাই পুজোর আগের দিন উৎসবের আনন্দের পাশাপাশি শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে উঠেছে সর্বত্র।
আরও পড়ুন: আর মাত্র ১ বছরের অপেক্ষা, তারপরই উত্তরবঙ্গ থেকে ট্রেন গিয়ে পৌঁছবে সিকিমে!
advertisement
হসপিটাল মোড়ের সরস্বতী প্রতিমা বিক্রেতারা জানিয়েছেন, গত দু'বছর পরিস্থিতির স্বাভাবিক না থাকায় তেমন লাভ হয়নি। তবে এবছর সবকিছু স্বাভাবিক থাকায় লাভের আশা করছেন তাঁরা। এদিকে, ছোট হোক বা বড়, নতুন সরস্বতী প্রতিমা কিনতে ক্রেতাদের উৎসাহও লক্ষ করা গিয়েছে। প্রতিমা কিনতে আসা এক স্কুল শিক্ষিকা বলেন, "সরস্বতী পুজোর আগে বেছেবুছে নতুন প্রতিমা কেনার আনন্দটাই আলাদা। সেই স্কুলে পড়ার সময় থেকে এই কাজ করে আসছি। এখন আমি শিক্ষিকা, কিন্তু এই আনন্দ থেকে নিজেকে সরিয়ে রাখার কথা ভাবতেই পারি না।"
অনির্বাণ রায়