Kalimpong Rail Track|| ১ বছরের অপেক্ষা, তারপর‌ই উত্তরবঙ্গ থেকে ট্রেন পৌঁছবে সোজা সিকিম

Last Updated:

Kalimpong Rail Track: জোরকদমে চলছে সেবক-রংপো রেল প্রকল্পের কাজ। ভারতীয় রেলের আশা, আগামী এক বছরের মধ্যেই এই প্রকল্পের সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আর তারপরই প্রথমবারের জন্য ট্রেন গিয়ে পৌঁছবে সিকিমে

+
title=

কালিম্পং: মাত্র এক বছরের অপেক্ষা। ২০২৪ কে লক্ষ্যমাত্রা ধরে সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলেছে জোরকদমে। ইতিমধ্যেই দীর্ঘতম টানেল ব্রেকথ্রু হয়ে গিয়েছে। এটি কালিম্পং জেলার তারখোলায় অবস্থিত। ১৪টি টানেলের মধ্যে এই ১১ নম্বর টানেলটি তৈরি হতে মোট সময় লেগেছে আড়াই বছর। আগামী বছরের মধ্যেই সমস্ত কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছে রেল।
মোট ৩৯ কিলোমিটার দীর্ঘ রেলপথ এটি। পাহাড়ে টানেল কেটে সেবক থেকে রংপো পর্যন্ত যাবে। মোট ১৪টি টানেল তৈরির কাজ দ্রুতগতিতে চলছে। ১১ নম্বর টানেল যার দৈর্ঘ্য ৩.২ কিলোমিটার। রেলের ইঞ্জিনিয়ারদের দাবি, এটাই এই মুহূর্তে সবচেয়ে লম্বা টানেল। সোমবার সেই টানেলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ব্রেকথ্রু করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দিলীপ কুমার সিং। উপস্থিত ছিলেন এবিসিএল প্রজেক্ট ম্যানেজার শ্রী মুকুল জৈন।
advertisement
advertisement
২০২৪ সালের শুরুতেই সিকিমে প্রথম রেল যোগাযোগ স্থাপনের এই প্রকল্পের কাজ মিটে যাবে বলে আশ্বস্ত করেছেন প্রজেক্ট ম্যানেজার মুকুল জৈন। প্রতিবছর বর্ষাকালে পাহাড়ে ধসের ফলে ক্রমাগত উত্তরবঙ্গের সাথে সিকিমের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। যার ফলে দেশের সবচেয়ে ছোট এই পাহাড়ি রাজ্যটির জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতেই সিকিমে রেল যোগাযোগ পৌঁছে দে‌ওয়ার কাজ শুরু করেছে ভারতীয় রেল। আর তাই পাহাড় কেটে টানেল বানানো হচ্ছে। ইতিমধ্যেই সেই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।
advertisement
ঘটনা হল, পর্যটন নির্ভর সিকিমে সড়ক পথে যাওয়ার সময় ধস নেমে মাঝেমধ্যেই পর্যটকরা বিপদে পড়েন। অনেকে মারাও যান। এই রেলপথ উদ্বোধন হলে সেই বিপদ অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম পর্যায়ে এই রেলপথ সেবক থেকে রংপুর পর্যন্ত যাবে। পরবর্তীতে তা রংপুর থেকে গ্যাংটক পর্যন্ত সম্প্রসারণ করার পরিকল্পনা আছে রেলের। এই রেলপথ চালু হলে সিকিমের সঙ্গে ট্রেনের মাধ্যমে বাকি দেশের যোগাযোগ অনেকটাই সহজ হয়ে যাবে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Kalimpong Rail Track|| ১ বছরের অপেক্ষা, তারপর‌ই উত্তরবঙ্গ থেকে ট্রেন পৌঁছবে সোজা সিকিম
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement