Siliguri News: সরস্বতী পুজোর আগে কচিকাঁচাদের বাসন্তী শাড়ি কেনার ধুম শিলিগুড়িতে
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
সরস্বতী পুজো মানেই বাসন্তী রঙের শাড়ি আর পাঞ্জাবি। তবে এবার শিলিগুড়িতে ছোট ছোট মেয়েদের জন্য বাসন্তী রঙের শাড়ি কেনার ধুম পড়ে গিয়েছে মা-বাবাদের মধ্যে
শিলিগুড়ি: সরস্বতী পুজো মানেই শাড়ি। বাঙালি মেয়েদের কাছে আজও এটাই সত্যি। কিশোরীর হঠাৎ করে বড়দের মত শাড়িতে সেজে ওঠার দিন এটা। আর তার রং যদি হয় বাসন্তী তবে তো কথাই নেই! বাসন্তী রঙা শাড়িতে কিশোরী, আর বাসন্তী পাঞ্জাবিতে কিশোর, সরস্বতী পুজো ঘিরে বাঙালির এই কপোত-কপোতি ধারনা আজও বহমান। এই বছরের সরস্বতী পুজোতেও তার কোনও ব্যতিক্রম হবে বলে মনে হয় না।
বছর চারেকের খুদে শিশুকন্যাকে মা বাসন্তী রঙা শাড়িতে যখন সাজিয়ে তোলেন, তখন এমনি এমনিই সে যেন কতটা বড় হয়ে যায়! শহরতলির গার্লস স্কুলগুলোয় এই দিনটার যেন আলাদা মহিমা! কারণ শুধুমাত্র এই দিনেই মেয়েদের স্কুলে ঢুকতে পারে ছেলেরা। আর অল্প বয়সের দুষ্টুমিতে প্রতিমা দেখার নামে তারা আসলে নজর রাখে হৃদয়ে থাকা অন্য কারোর দিকে। তাই এই দিনটা সেই কবেই যেন বাঙালির না-বলা ‘ভ্যালেন্টাইনস ডে’ তে পরিণত হয়েছে।
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গে আর্ট কলেজ, এক্সিবিশন সেন্টার কিছুই নেই! আর তাই বাড়িতেই প্রদর্শনীর আয়োজন শিল্পীর
advertisement
সরস্বতী পুজো ঘিরে সব বয়সের এই উন্মাদনাকে হাতিয়ার করে শিলিগুড়ির দোকানে দোকানে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর বাসন্তী রঙের শাড়ি বিক্রি হচ্ছে। কেনাকাটা করতে মেয়েকে নিয়ে হাজির হচ্ছেন বাবা-মা'রাও। বাচ্চাদের কথা মাথায় রেখে বিধান মার্কেটে রকমারি শাড়ি নিয়ে হাজির দোকানদাররা।
advertisement
শিলিগুড়ির পোষাক বিক্রেতারা জানিয়েছেন, এই বছর বড়দের থেকেও অল্প বয়সী মেয়েদের জন্য বাসন্তী রঙের শাড়ি কেনার চাহিদা অনেক বেশি। তাঁদের মতে বড়দের শাড়ি এমনিই থাকে। কিন্তু এবার সরস্বতী পুজো উপলক্ষে ছোট ছোট মেয়েদেরও শাড়ি পরাতে চাইছেন মা-বাবা'রা।
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 1:27 PM IST