Siliguri News: উত্তরবঙ্গে আর্ট কলেজ, এক্সিবিশন সেন্টার কিছু‌ই নেই! আর তাই বাড়িতেই প্রদর্শনীর আয়োজন শিল্পীর

Last Updated:

এতদিনেও উত্তরবঙ্গে একটি আর্ট কলেজ বা আর্ট এক্সিবিশন সেন্টার গড়ে ওঠেনি। ফলে শিল্পীরা নিজেদের কাজ মানুষের সামনে তুলে ধরতে পারেন না। তাই বাধ্য হয়ে এবার নিজের বাড়িতেই আঁকা ছবির প্রদর্শনী আয়োজন করলেন এক প্রখ্যাত শিল্পী

+
title=

শিলিগুড়ি: উত্তরবঙ্গে নেই কোন‌ও আর্ট কলেজ। সেভাবে কোন‌ও আর্ট এক্সিবিশন সেন্টারও নেই। ফলে নিজের আঁকা ছবি মানুষের সামনে তুলে ধরার জায়গা না পেয়ে বাড়িতেই চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করলেন শিলিগুড়ির শিল্পী বিপুল রায়।
দাদু পরমলাল রায়ের ভাস্কর্য শিল্পে প্রবল দক্ষতা ছিল। সেই দেখেই শিল্প জগতে পা রাখেন বিপুল রায়। দীর্ঘ ১৭ বছর ধরে ছবি আঁকছেন তিনি। তাঁর আঁকা ছবি ভারত ও বিদেশের নানান জায়গায় পৌঁছে গিয়েছে। কিন্তু তাঁর নিজের শহরেই প্রদর্শনীর জায়গা নেই। আর তাই শিলিগুড়ির ২২ নম্বর ওয়ার্ডের নেতাজি পল্লিতে নিজের বাড়িতেই প্রদর্শনীর ব্যবস্থা করলেন উত্তরবঙ্গের এই শিল্পী। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই আর্ট এক্সিবিশন চলবে।
advertisement
শিলিগুড়িতে প্রথমবার নিজের বাড়িতেই 'আর্ট ফেয়ার' করে খুশি শিল্পী বিপুল রায়। বিপুলের আঁকা অয়েল পেইন্টিং, ক্যানভাস পেইন্টিং, পেপার ওয়ার্ক সমস্ত কিছুই এখানে এসে সাধারণ মানুষ চাক্ষুষ করতে পারছেন। তাঁর ছবি যদি কেউ কিনতে চায় সে ব্যবস্থাও আছে। ছবির মূল্য ৫০০ টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত । তার ছবির চাহিদার কথা জিজ্ঞেস করতে বিপুল রায় বলেন, "আমার ছবি বিদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়েছি। তবে উত্তরবঙ্গে এর চাহিদা খানিকটা কম।"
advertisement
advertisement
উত্তরবঙ্গের দীর্ঘ দিনের দাবি একটা আর্ট কলেজ খোলা হোক। কিন্তু এখনও সেটা হয়ে ওঠেনি। ফলে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বহু প্রতিভাবান শিল্পী অর্থের অভাবে শেষ পর্যন্ত শিল্পকলা নিয়ে পড়াশোনা করতে পারেন না। কারণ বাইরে পড়তে যাওয়ার মত সামর্থ্য তাঁদের নেই। এই প্রসঙ্গে বিপুলবাবু বলেন, "যদি আর্ট কলেজ এখানে খোলা হয় তবে চিত্রশিল্পীদের জন্য অনেকগুলি দিক খুলে যাবে। প্রথমত ছবি দেখা আর বা ছবি কেনার যে কনসেপ্ট রয়েছে সেটি মানুষের মধ্যে তৈরি হবে। যেহেতু আর্ট কলেজও নেই তাই এক্সিবিশনের জায়গাও নেই। আর তাই প্রতিভাবান শিল্পী থাকলেও তাঁরা সেই ছবিগুলি দেখানোর জায়গা ষটুকুও পাচ্ছে না।" তবে তিনি পিছিয়ে না থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই প্রথমবার নিজের বাড়িতেই এই আর্ট ফেয়ার করে চমকে দিলেন শহরবাসীকে ।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: উত্তরবঙ্গে আর্ট কলেজ, এক্সিবিশন সেন্টার কিছু‌ই নেই! আর তাই বাড়িতেই প্রদর্শনীর আয়োজন শিল্পীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement