East Medinipur News: 'মেলার জন্য বহু কর্মসংস্থান তৈরি হয়', দাবি মন্ত্রী অখিল গিরির
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
মেলা করলে বহু মানুষের কাজ তৈরি হয়, পটাশপুরের মংলামাড়ো মেলার উদ্বোধন করে বললেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি
পূর্ব মেদিনীপুর: মেলা হল ধর্ম-বর্ণ ভুলে বহু মানুষের মিলনক্ষেত্র। আর সেই কথা মাথায় রেখেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ২২ তম বর্ষের মংলামাড়ো মেলা শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর-১ ব্লকের চিস্তিপুর-২ পঞ্চায়েতের মংলামাড়ো ঐক্যতান ক্লাবের উদ্যোগে এই আয়োজন। সোমবার মেলা উপলক্ষ্যে প্রথমে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মংলামাড়ো বাজার এলাকা থেকে শুরু করে কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে আবার ফিরে আসে। এরপর ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যেম মংলামাড়ো মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি।
মেলার উদ্বোধন করে মন্ত্রী অখিল গিরি বলেন, "পশ্চিমবঙ্গের মানুষের জীবন ধারার পাশাপাশি বাংলার সাংস্কৃতিকেও বজায় রাখতে হবে। আমাদের মধ্যে সম্প্রতি ও ঐক্যকে ধরে রাখতে হবে। গ্রামাঞ্চলে মেলার মাধ্যমে বহু কর্মসংস্থান হয়। অবিভক্ত মেদিনীপুর একটা ঐতিহাসিক জেলা। এই জেলা স্বাধীনতা আন্দোলনের বহু সাক্ষী। নেতাজীর জন্মজয়ন্তীতে মংলামাড়ো মেলা শুরু হওয়া খুবই তাৎপর্যপূর্ণ বিষয়।" এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলার প্রাক্তন সহকারী সভাধিপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ শেখ মামুদ হোসেন, পটাশপুর-১ ব্লকের বিডিও পারিজাত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা।
advertisement
advertisement
আয়োজক সংস্থার চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ আলি বলেন, "২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মংলামাড়ো মেলা চলবে। প্রায় শতাধিক স্টল রয়েছে এই মেলায়। জাতি-ধর্ম-বর্ণ -নির্বিশেষে সকলকে মেলায় আসার আহ্বান জানাই। এই মেলার অন্যতম বৈশিষ্ট্য হল দুঃস্থ পরিবারের মেয়েদের জন্য এখানে গণবিবাহ আয়োজন করা হয়।"
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 12:38 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: 'মেলার জন্য বহু কর্মসংস্থান তৈরি হয়', দাবি মন্ত্রী অখিল গিরির