TRENDING:

Siliguri News: পুরোনো স্মৃতি ফিরছে শহরে! মহালয়ায় ৪৬টি মোড়ে বাজবে মহিষাসুরমর্দিনী

Last Updated:

আজকের ডিজিটাল দুনিয়ায় কোথায় যেন আমরা ভুলে গেছি মহালয়া রেডিওতে মহালয়া শোনা। তাই পুরোনো স্মৃতি ফিরিয়ে আনতে।শিলিগুড়ি পুরনিগমের আয়োজনে মহালয়ার ভোরে শহরের ৪৬টি গুরুত্বপূর্ণ মোড়ে একসঙ্গে বাজবে মহিষাসুরমর্দিনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : আজকের ডিজিটাল দুনিয়ায় কোথায় যেন আমরা ভুলে গেছি মহালয়া রেডিওতে মহালয়া শোনা। তাই পুরোনো স্মৃতি ফিরিয়ে আনতে।শিলিগুড়ি পুরনিগমের আয়োজনে মহালয়ার ভোরে শহরের ৪৬টি গুরুত্বপূর্ণ মোড়ে একসঙ্গে বাজবে মহিষাসুরমর্দিনী। ভোর ৪টা থেকে মাইক্রোফোনে বাজানো হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী। ইতিমধ্যে নির্দিষ্ট সংস্থাগুলিকে ডেকে আলোচনা করে কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র। অন্যদিকে, পুজো কার্নিভালের জন্যে পুলিশকে সঙ্গে নিয়ে হাসমি চক থেকে এর ভিউ মোর পর্যন্ত এলাকা ঘুরে দেখেছেন পুর নিগম কর্তৃপক্ষ।
advertisement

কোথায় কোথায় ছোট ছোট স্টেজ তৈরি করা হবে, প্রধান স্টেজ কোথায় হবে সেই সমস্ত বিষয়ে চূড়ান্ত করা হবে খুব তাড়াতাড়ি।ডেপুটি মেয়রের বক্তব্য কলকাতার কার্নিভাল যেমন হয় সে রকম আমরা চেষ্টা করছি ইতিমধ্যেই পুর নিগমের শহরের সমস্ত থানার আইসি, ওসি,ডিসিপি কে নিয়ে বৈঠক সেরে ফেলেছেন মেয়র। সেখানে পুরো কর্তাদের পাশাপাশি বোরো চেয়ারম্যান এবং মেয়র পরিষদরাও ছিলেন।

advertisement

আরও পড়ুনঃ পুজোর গাইড ম্যাপ প্রকাশ জেলা পুলিশের, দেখে নিন কোন রাস্তায় ‌ঘুরবেন পুজোতে

ইতিমধ্যেই কোন এলাকা থেকে কত ক্লাব কার্নিভালে অংশগ্রহণ করবে কার্নিভালের রুট কি হবে সেই রুটে পুলিশি ব্যবস্থা কেমন থাকবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পুরো নিগম সূত্রের খবর মধ্যে প্রায় ৩০ টি ক্লাবের নাম ঠিক করে ফেলা হয়েছে। এই ক্লাবগুলোর সঙ্গে পুরো নিগমের পক্ষ থেকে এক দু দিনের মধ্যেই যোগাযোগ করা হবে। তাদের প্রত্যেককে কলকাতার পুজো কার্নিভালের ভিডিও পেনড্রাইভে দিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুনঃ সমাজে বিজ্ঞান চেতনার প্রসারে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞান নাট্য প্রতিযোগিতা

সেভাবেই যাতে ক্লাবগুলি আয়োজন করে, সেই বিষয়টির নিশ্চিত করা হবে। অন্যদিকে গ্রামের চারটি ব্লক থেকে চারটি এবং পাহাড় থেকে একটি সাংস্কৃতিক দল থাকবে এই কার্নিভালে। থাকবে গ্রামের কয়েকটি পুজো যে এলাকাগুলিতে স্টেজ তৈরি করা হবে সেখানে। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কার্নিভাল শুরু হবে হাস্মিচক থেকে এবং শেষ হবে এয়ার ভিউ মোড়ে। লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে হাসমি চক থেকে এয়ারভিউ পর্যন্ত মাঝের রাস্তায় ক্লাবগুলি নিজেদের প্রদর্শনী দেখানোর সুযোগ পাবে। তাই পুরো আধিকারিক থেকে জন প্রতিনিধিদের বিষয়টি নিয়ে কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র।

advertisement

 

 

 

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পুরোনো স্মৃতি ফিরছে শহরে! মহালয়ায় ৪৬টি মোড়ে বাজবে মহিষাসুরমর্দিনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল