কোথায় কোথায় ছোট ছোট স্টেজ তৈরি করা হবে, প্রধান স্টেজ কোথায় হবে সেই সমস্ত বিষয়ে চূড়ান্ত করা হবে খুব তাড়াতাড়ি।ডেপুটি মেয়রের বক্তব্য কলকাতার কার্নিভাল যেমন হয় সে রকম আমরা চেষ্টা করছি ইতিমধ্যেই পুর নিগমের শহরের সমস্ত থানার আইসি, ওসি,ডিসিপি কে নিয়ে বৈঠক সেরে ফেলেছেন মেয়র। সেখানে পুরো কর্তাদের পাশাপাশি বোরো চেয়ারম্যান এবং মেয়র পরিষদরাও ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ পুজোর গাইড ম্যাপ প্রকাশ জেলা পুলিশের, দেখে নিন কোন রাস্তায় ঘুরবেন পুজোতে
ইতিমধ্যেই কোন এলাকা থেকে কত ক্লাব কার্নিভালে অংশগ্রহণ করবে কার্নিভালের রুট কি হবে সেই রুটে পুলিশি ব্যবস্থা কেমন থাকবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পুরো নিগম সূত্রের খবর মধ্যে প্রায় ৩০ টি ক্লাবের নাম ঠিক করে ফেলা হয়েছে। এই ক্লাবগুলোর সঙ্গে পুরো নিগমের পক্ষ থেকে এক দু দিনের মধ্যেই যোগাযোগ করা হবে। তাদের প্রত্যেককে কলকাতার পুজো কার্নিভালের ভিডিও পেনড্রাইভে দিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ সমাজে বিজ্ঞান চেতনার প্রসারে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞান নাট্য প্রতিযোগিতা
সেভাবেই যাতে ক্লাবগুলি আয়োজন করে, সেই বিষয়টির নিশ্চিত করা হবে। অন্যদিকে গ্রামের চারটি ব্লক থেকে চারটি এবং পাহাড় থেকে একটি সাংস্কৃতিক দল থাকবে এই কার্নিভালে। থাকবে গ্রামের কয়েকটি পুজো যে এলাকাগুলিতে স্টেজ তৈরি করা হবে সেখানে। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কার্নিভাল শুরু হবে হাস্মিচক থেকে এবং শেষ হবে এয়ার ভিউ মোড়ে। লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে হাসমি চক থেকে এয়ারভিউ পর্যন্ত মাঝের রাস্তায় ক্লাবগুলি নিজেদের প্রদর্শনী দেখানোর সুযোগ পাবে। তাই পুরো আধিকারিক থেকে জন প্রতিনিধিদের বিষয়টি নিয়ে কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র।
Anirban Roy