Siliguri News: পুজোর গাইড ম্যাপ প্রকাশ জেলা পুলিশের, দেখে নিন কোন রাস্তায় ‌ঘুরবেন পুজোতে

Last Updated:

শারদ উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে, শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে মহকুমার সকল পুজো কমিটিদের নিয়ে বৈঠক করে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল দার্জিলিং জেলা পুলিশ।

#নকশালবাড়ি : শারদ উৎসবের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে, শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে মহকুমার সকল পুজো কমিটিদের নিয়ে বৈঠক করে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল দার্জিলিং জেলা পুলিশ। এদিন নকশালবাড়ি কমিউনিটি হলে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার, অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ এসডিপিও নকশালবাড়ি অচিন্ত্য গুপ্ত ও শিলিগুড়ি মহকুমা শাসক প্রিয়াঙ্কা সিং সহ অন্যান্যরা। এদিন গাইড ম্যাপ প্রকাশের পাশাপাশি ছয়টি পুজো কমিটির সদস্যদের হাতে রাজ্য সরকারের অনুদানের চেক তুলে দেওয়া হয়।
দুর্গা পূজার পাঁচ দিনের সময়, প্যান্ডেলের বিষয়ভিত্তিক সজ্জা, মা দুরা মূর্তির রঙিন সৃজনশীল ধারণা এবং শহর দেখতে লক্ষ লক্ষ লোককে শহরবাসীদের আকর্ষণ করে। রাস্তা, গলি, বাজার এবং প্রতিটি আনাচ কানাচ এতই ব্যস্ত হয়ে পড়ে যে একটি মানচিত্র বা গাইড ছাড়া নকশালবাড়ি তথা শিলিগুড়ির বড় বড় দুর্গা পূজা প্যান্ডেলগুলি অন্বেষণ করা অসম্ভব। তাই, এই ব্লগটি ম্যাপ এবং ল্যান্ডমার্ক সহ একটি সম্পূর্ণ নকশালবাড়ি তথা মহকুমার দুর্গা পূজার নির্দেশিকা যা আপনাকে পৌঁছাতে এবং সম্পূর্ণ উপভোগ করতে সাহায্য করবে বলে জানান মহকুমা শাসক প্রিয়াঙ্কা সিং।
advertisement
আরও পড়ুনঃ সমাজে বিজ্ঞান চেতনার প্রসারে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞান নাট্য প্রতিযোগিতা
পূজা চলাকালীন যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ নজর রাখা হয়েছে।
advertisement
১)ছোট গাড়ি কদমতলা থেকে ভালু গড়া হয়ে বের হবে (প্রয়োজনে ওয়ান ওয়ে)
২) বাতাসির ভেতরে আই টি আই রাস্তা দিয়ে প্রয়োজনে ওয়ান ওয়ে করা হবে।
advertisement
৩) দার্জিলিঙ, কার্ষিয়াং, মিরিকে কোনো মালবাহী গাড়ি সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে না
৪) ডি বি গিরি রোড ফুল পাতির দিন বন্ধ থাকবে
৫) এইচ এম আই এর রাস্তা দিয়ে গাড়ি লেবং এর দিকে পাঠানো হবে।
৬) কোনো মাল বহনকারী গাড়ি ফাঁসি দাওয়ার ভেতরে প্রবেশ নিষেধ।
advertisement
৭) বড় গাড়ি পি ডাব্লিউ মোড় থেকে খরিবারি প্রবেশ করবে না
আরও পড়ুনঃ মালা বানিয়েই সংসার চলে ভোলা মোড়ের শিল্পীদের, পুজোর মরশুমে স্বপ্ন দেখছেন বাঁচার
এই বিষয়ে এসডিপিও নকশালবাড়ি অচিন্ত্য গুপ্ত জানান আজকের বৈঠকের তিনটি থানায় এলাকার মোট ১৬৫ টি পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন আজ ছয়টি পুজো কমিটির সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। আগামীতে বাকি পুজো কমিটিগুলোকেও অনুদানের চেক তুলে দেওয়া হবে। অন্যদিকে পুজো কমিটির সদস্যরা আর্থিক অনুদান পেয়ে খুবই আনন্দিত । তারা জানান সরকারের এই আর্থিক অনুদান পেয়ে আগামী দিনে দর্শকদের কাছে আরো ভালো কিছু উপহার দিতে পারব।
advertisement
Anirban Roy
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পুজোর গাইড ম্যাপ প্রকাশ জেলা পুলিশের, দেখে নিন কোন রাস্তায় ‌ঘুরবেন পুজোতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement