Siliguri News: সমাজে বিজ্ঞান চেতনার প্রসারে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে বিজ্ঞান নাট্য প্রতিযোগিতা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এর উদ্যোগে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হলো বিজ্ঞান নাট্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শিলিগুড়ির মোট সাতটি স্কুল অংশগ্রহণ করেছে।
#শিলিগুড়ি : ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এর উদ্যোগে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হলো বিজ্ঞান নাট্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় শিলিগুড়ির মোট সাতটি স্কুল অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন শ্রী জয়ন্ত কৃষ্ণ মল্লিক, সহকারী তথ্য পরিচালক, শিলিগুড়ি। নাটকের অংশগ্রহণকারী ও বিচারক ছাড়াও অনেক আগ্রহী বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ দর্শকরা উপস্থিত ছিলেন। নাট্য প্রতিযোগিতার বিচারকদের সম্মানিত প্যানেল ছিলেন পার্থ চৌধুরী, আনন্দ ভট্টাচার্য এবং কুন্তল ঘোষ প্রমুখ। এই বিজ্ঞান নাটক প্রতিযোগিতার মূল উদ্দেশ্য নাটকের মাধ্যমে সামাজিক বৈজ্ঞানিক বার্তা প্রদান।
দেখা গেছে সারা বিশ্বে যেভাবে বিজ্ঞান কেন্দ্রগুলিতে সাইন্স কমিউনিকেশন হচ্ছে সেখানে দেখা গেছে বিজ্ঞান চেতনাকে সমাজে সর্বস্তরে নিয়ে যাবার জন্য এই ড্রামাটিক আর্ট ফ্রম টা রয়েছে সেটার ব্যবহার অত্যন্ত লাভজনক। তাই বিশ্বের সমস্ত জায়গায় এই বিজ্ঞান নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানেও জেলা ভিত্তিক এই প্রতিযোগিতা করা হচ্ছে। এখানে যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবে তারা কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিকাল মিউজিয়ামে আয়োজিত রাজ্য স্তরে নাটক পরিবেশন করার সুযোগ পাবে।
advertisement
আরও পড়ুনঃ মালা বানিয়েই সংসার চলে ভোলা মোড়ের শিল্পীদের, পুজোর মরশুমে স্বপ্ন দেখছেন বাঁচার
প্রসঙ্গত, সারা বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে বিজ্ঞানভিত্তিক কমিউনিকেশন এর ক্ষেত্রে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং আর্টস অ্যান্ড ম্যাথমেটিক্স ( এস টি ই এ এম) এর ওপর জোর দেয়া হয় । অর্থাৎ যদি বিজ্ঞান বিষয়ক আলোচনা বা বিষয়বস্তু আলোচনা হয় সেক্ষেত্রে সেটা কারো পছন্দ নাই হতে পারে বা মনোযোগ হারাতে পারে তবে নাটকের মতন করে যদি চেতনার অবকাশ ঘটানো যায় তবে সেটা বেশি ফলপ্রসু হয় বলে জানান বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর ঋতব্রত বাবু।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ডেঙ্গু ক্রমশ ঊর্ধ্বমুখী শহরে! এবার মৃত ১ কিশোরী
উক্ত এই বিজ্ঞান নাট্য প্রতিযোগিতায় এইচবি বিদ্যাপিঠের উপস্থাপনায় বিজ্ঞান নাটক, ভ্যাকসিন - শেষ কথা প্রথম পুরস্কার লাভ করে। সেরা অভিনেতার (মহিলা) পুরস্কার জিতেছেন বাগডোগরা চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের ত্রিয়াশা দে এবং সেরা অভিনেতা (পুরুষ) পেয়েছেন শিলিগুড়ির এইচবি বিদ্যাপীঠ থেকে বলরাম শা। সারদা শিশু তীর্থ সেভোকে রোড (হাই স্কুল) থেকে শ্রী রাজবীর কুরি এবং শ্রীমতি সোমদত্ত এম. চক্রবর্তী এবং শিলিগুড়ির এইচবি বিদ্যাপীঠ থেকে শ্রী বিশ্বরূপ মিশ্র যথাক্রমে সেরা স্ক্রিপ্ট এবং সেরা নির্দেশনার পুরস্কার জিতেছেন৷
advertisement
Anirban Roy
Location :
First Published :
September 21, 2022 1:08 PM IST