আর ঠিক সেই কথা ভেবেই শিলিগুড়ি শহরের ২৩ নম্বর ওয়ার্ডের প্রীতিলতা রোডে অবস্থিত ‘ট্যাংরা রেস্তোরাঁ’ জামাইষষ্ঠীর স্পেশ্যাল অফার ২৯৯ টাকায় ২১ রকমের পদ খাওয়াবে তারা। তাদের মেন্যুতে রয়েছে, ‘ঢেঁড়স পাতুরি’, ‘পটল পোস্ত’, ‘কাঁচা কলার কোফতা’, ‘পটল চিংড়ি’, ‘লাউ চিংড়ি’, ‘চিলি চিকেন’, ‘চিকেন কষা’, ‘চাটনি’, মিষ্টি-সহ আরও অনেক কিছু। এবারের জামাইষষ্ঠীতে জামাইকে পাত পেড়ে খাওয়াতেই এমন উদ্যোগ বলে জানালেন রেস্তোরাঁর মালিক মৌসুমী দে।
advertisement
আরও পড়ুন– বাবা জুট মিলের সাধারণ কর্মী, ছেলের নয়া আবিষ্কারে গর্বিত গোটা জেলা
এই অফারটি নিতে হলে দোকানে গিয়ে ২৯৯ টাকা দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। কুপনটি সংগ্রহ করা মাত্রই জামাইষষ্ঠীর দিন এসে দুপুর ২ টোর দিকে এই ডেলিভারি দেওয়া হবে দোকান থেকেই। আপনি যদি রেস্তোরাঁয় বসে খেতে চান তাহলে আপনাকে ২০ টাকা দিয়ে টেবিল বুক করে রেস্তোরাঁয় বসেই খাওয়ার আনন্দ উপভোগ করতে পারবেন। এখনও পর্যন্ত প্রায় ২০০ কুপন সেল হয়ে গিয়েছে, তবে তাদের আশা সব কুপনই শেষ হয়ে যাবে।
আরও পড়ুন-খাঁটি বাঙালিয়ানার ছোঁয়ায় রাজকীয় হবে জামাই আপ্যায়ণ! সুযোগ দিচ্ছে কলকাতার অভিজাত পাঁচতারা
দোকানের কর্ণধার মৌসুমী দে জানান, ‘‘রান্নাবান্না করতে আমি বরাবরই পছন্দ করি। আগে গানও গাইতাম। তবে কেউ সাপোর্ট করতো না । নিজে কিছু করার অদম্য ইচ্ছে থেকেই এই দোকান তৈরি।’’ তবে তার ছেলে এবং স্বামী প্রচণ্ড সাপোর্ট করেন। মৌসুমী দেবীর ছেলে সোমনাথ দে জানান, ‘‘ কয়েক মাস হল মাত্র দোকান খুলেছি। হঠাৎ করেই এই বিষয়টি মাথায় আসে। মায়ের হাতের রান্নার স্বাদ খুবই অসাধারণ। সে স্বাদ সবাই একবার চেখে দেখুক। জামাইষষ্ঠীর থেকে ভাল দিন আর হতে পারে না, তাই এই অফার দিয়েই শুরু। এরকম আরও অনেক নানান অফারের পরিকল্পনা মাথায় রয়েছে।’’
রিপোর্টার- অনির্বাণ রায়