হোম /খবর /হুগলি /
বাবা জুট মিলের সাধারণ কর্মী, ছেলের নয়া আবিষ্কারে গর্বিত গোটা জেলা

Smart Helmet: বাবা জুট মিলের সাধারণ কর্মী, ছেলের নয়া আবিষ্কারে গর্বিত গোটা জেলা

X
বাবা [object Object]

এমন এক হেলমেট যা মাথায় পরলে তা থেকে দেওয়া যাবে মোবাইলে চার্জ। এমনকী, বাইক চালাতে চালাতে ফোন কলও রিসিভ করা যাবে।

  • Share this:

হুগলি: এমন এক হেলমেট যা মাথায় পড়লে তা থেকে দেওয়া যাবে মোবাইলে চার্জ। এমনকী, বাইক চালাতে চালাতে এমার্জেন্সি ফোন কলও রিসিভ করা যাবে। সঙ্গে রয়েছে সেফটি লাইট যা মূলত অন্ধকার রাস্তায় বাইক রাইডারদের পাইলট ল্যাম্প হিসেবে কাজে লাগবে। এমনই ফিউচারিস্টিক হেলমেট বানিয়ে নজির গড়েছে চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের নবম শ্রেণির ছাত্র সৌভিক শেঠ। এই হেলমেট বাণিজ্যিক ভাবে বাজারে আনতে চায় জুন মাসে।

সৌভিক জানায় সাধারণ হেলমেটের মাথায় সোলার প্যানেল বসিয়ে সোলার এনার্জিকে ধরে ব্যাটারির মাধ্যমে এই প্রযুক্তি কাজ করবে। ব্লু টুথ ডিভাইসের মাধ্যমে ফোন ধরা, কথা বলার পাশাপাশি মোবাইল চার্জ দেওয়া যাবে হেলমেটে থাকা পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে। বাইক চালানোর সময় দূর থেকে যাতে দেখতে সুবিধা হয়, তার জন্য অ্যাক্সিডেন্ট সেফটি লাইট থাকছে। হেলমেটে এই প্রযুক্তি বসলেও ওজন খুব একটা বাড়বে না বলে জানান দীপতনু মুখোপাধ্যায়।

আরও পড়ুন- দেশের কোন রেল স্টেশনে সর্বাধিক সংখ্যক প্ল্যাটফর্ম রয়েছে? জানেন কি?

আরও পড়ুন– খাঁটি বাঙালিয়ানার ছোঁয়ায় রাজকীয় হবে জামাই আপ্যায়ণ! সুযোগ দিচ্ছে কলকাতার অভিজাত পাঁচতারা

দীপতনু সৌভিকের মেন্টর। দীপতনু স্মার্ট হেলমেটের দাম হবে এক থেকে দেড় হাজার টাকা। ইতিমধ্যে পেটেন্ট নেওয়ার জন্য আবেদন করেছে সৌভিক।বাজার চলতি এমন সব ইলেকট্রনিকস যন্ত্রাংশ ব্যবহার করে স্মার্ট হেলমেট তৈরী করায় গর্বিত সৌভিকের মা সোমা ও বাবা স্বরূপ শেঠ।বাবা ভদ্রশ্বরের জুটমিলের শ্রমিক।ছোটো বেলা থেকে ছেলের এই ধরনের কাজের আগ্রহে পাশে থেকেছেন।স্মার্ট হেলমেট তৈরি করে কর্ম সংস্থানের সুযোগ তৈরী করতে চায় ছেলে সৌভিক। তবে পরিবারের অর্থনৈতিক অবস্থা বাধা হতে পারে।

চন্দননগর পুর নিগমের কাউন্সিলর শুভেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘‘চন্দননগর ব্যানার্জি পাড়ায় আমার প্রতিবেশী সৌভিক। ছোটো থেকেই দেখেছি বিজ্ঞান বিষয়ক নানা আবিষ্কার করতে চেষ্টা করে। স্কুলের সায়েন্স এক্সিবিশনে নানা বিষয়ে কাজ করে পুরষ্কৃত হয়েছে। এবার নতুন আবিষ্কার আমাদের তাক লাগিয়ে দিয়েছে। আমরা চাই ওর সাফল্য।চ ন্দননগর পুর নিগম ওর পাশে থাকবে।’’

রিপোর্টার- রাহী হালদার

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Hooghly, Hooghly news