Knowledge: দেশের কোন রেল স্টেশনে সর্বাধিক সংখ্যক প্ল্যাটফর্ম রয়েছে? জানেন কি?

Last Updated:

Railway Knowledge: একটি রেল স্টেশনে থাকা প্ল্যাটফর্মের সংখ্যা ১-২টো কিংবা ৪-৫টাও হতে পারে। তবে আমাদের দেশে এমন একটি রেল স্টেশন রয়েছে, যেখানে প্ল্যাটফর্মের সংখ্যা সর্বাধিক।

দেশের কোন রেল স্টেশনে সর্বাধিক সংখ্যক প্ল্যাটফর্ম রয়েছে? জানেন কি?
দেশের কোন রেল স্টেশনে সর্বাধিক সংখ্যক প্ল্যাটফর্ম রয়েছে? জানেন কি?
কলকাতা: দেশের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে যাওয়ার ক্ষেত্রে সবথেকে ভাল বিকল্প হল রেলপথ। আর রেল গাড়িতে চড়ে কোথাও যাওয়ার মজাটাই আলাদা। ট্রেন ধরার জন্য প্রথমেই যেতে হবে রেল স্টেশনে। আর স্টেশনে গেলে দেখা যায় প্রতিটি প্ল্যাটফর্মের সঙ্গে সাধারণত একটি অথবা দুটি করে রেলওয়ে ট্র্যাক সংযুক্ত থাকে। দুটি লাইনের পরে আসে পরবর্তী প্ল্যাটফর্ম। একটি রেল স্টেশনে থাকা প্ল্যাটফর্মের সংখ্যা ১-২টো কিংবা ৪-৫টাও হতে পারে। তবে আমাদের দেশে এমন একটি রেল স্টেশন রয়েছে, যেখানে প্ল্যাটফর্মের সংখ্যা সর্বাধিক।
প্রসঙ্গত ভারতীয় রেলওয়েতে ৭ হাজারেরও বেশি রেলস্টেশন রয়েছে। যেখান থেকে প্রায় ১৩ হাজারেরও বেশি ট্রেন যাতায়াত করে। এর মধ্যে কিছু রেলস্টেশন বড়, তো আবার কিছু রেলস্টেশন ছোট। আবার কিছু কিছু রেল স্টেশন দেশের অন্যতম ব্যস্ত স্টেশনের তকমা পেয়েছে।
advertisement
advertisement
এই স্টেশনেই রয়েছে সবথেকে বেশি সংখ্যক প্ল্যাটফর্ম:
সর্বাধিক প্ল্যাটফর্ম বিশিষ্ট স্টেশনটি রয়েছে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেই। আর সেটি হল হাওড়া স্টেশন। যা দেশের ব্যস্ততম রেলস্টেশনগুলির মধ্যে একটা। এখান থেকে ট্রেন ধরে দেশের যে কোনও প্রান্তে পৌঁছে যাওয়া যেতে পারে। হাওড়া স্টেশনে রয়েছে মোট ২৩টি প্ল্যাটফর্ম। আর এখানে পাতা রয়েছে ২৬টি রেল লাইন। এখানেই শেষ নয়, এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা রেল স্টেশনটিও রয়েছে বঙ্গেই। আর সেটা হল শিয়ালদহ স্টেশন। এখানে রয়েছে ২০টি প্ল্যাটফর্ম। আর শিয়ালদহ স্টেশন ব্যস্ততম রেল স্টেশনের তকমা পেয়েছে।
advertisement
অন্যান্য বড় শহরের রেল স্টেশনের প্ল্যাটফর্ম:
দেশের তৃতীয় সর্বাধিক প্ল্যাটফর্ম বিশিষ্ট রেল স্টেশনের শিরোপা উঠেছে মুম্বই শহরের মুকুটে। এখানকার ছত্রপতি শিবাজি টার্মিনাসে রয়েছে মোট ১৮টি প্ল্যাটফর্ম। আর চতুর্থ স্থানে রয়েছে রাজধানী দিল্লির নয়াদিল্লি রেলওয়ে স্টেশন। কারণ এখানে মোট ১৬টি প্ল্যাটফর্ম রয়েছে। এর পরেই রয়েছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। এখানকার মোট প্ল্যাটফর্মের সংখ্যা ১৫। এই সব স্টেশন দিয়ে প্রতিদিন হাজার-হাজার যাত্রী যাতায়াত করেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Knowledge: দেশের কোন রেল স্টেশনে সর্বাধিক সংখ্যক প্ল্যাটফর্ম রয়েছে? জানেন কি?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement