Jamaishashthi Special: খাঁটি বাঙালিয়ানার ছোঁয়ায় রাজকীয় হবে জামাই আপ্যায়ন! সুযোগ দিচ্ছে কলকাতার অভিজাত পাঁচতারা

Last Updated:

থাকবে কবজি ডুবিয়ে খাঁটি বাঙালি খাবার খাওয়ার সুযোগও। রকমারি খাবারের ডালি সাজিয়েছে শহরের অভিজাত পাঁচতারা হোটেল তাজ বেঙ্গল।

খাঁটি বাঙালিয়ানার ছোঁয়ায় রাজকীয় হবে জামাই আপ্যায়ন! সুযোগ দিচ্ছে কলকাতার অভিজাত পাঁচতারা
খাঁটি বাঙালিয়ানার ছোঁয়ায় রাজকীয় হবে জামাই আপ্যায়ন! সুযোগ দিচ্ছে কলকাতার অভিজাত পাঁচতারা
কলকাতা: কথায় আছে, বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণের মধ্যে অন্যতম জামাইষষ্ঠী। দেশি-বিদেশি খানা-পিনার এলাহি আয়োজন তো রয়েছেই। থাকবে কবজি ডুবিয়ে খাঁটি বাঙালি খাবার খাওয়ার সুযোগও। আর এই রকমারি খাবারের ডালি সাজিয়েছে শহরের অভিজাত পাঁচতারা হোটেল তাজ বেঙ্গল।
তাজ বেঙ্গল:
সোনারগাঁও:
advertisement
লাঞ্চ ও ডিনার: ২৫ মে
সময়: (লাঞ্চ) দুপুর ১২টা ৩০ মিনিট – দুপুর ৩টে ৩০ মিনিট, (ডিনার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে
বিশেষ আকর্ষণ:
থাকছে আমিষ থালি এবং নিরামিষ থালি। তার মূল আকর্ষণ হয়ে উঠছে সর্ষে ইলিশ, ডাব চিংড়ি, কষা মাংস, ভাপা আম দই এবং আরও নানা লোভনীয় পদ।
advertisement
মূল্য:
নিরামিষ থালি: জনপ্রতি ২৭০০ টাকা+কর
আমিষ থালি: জনপ্রতি ৩৫০০ টাকা+কর
বিশদ জানতে কল করতে পারেন এই নম্বরে: +91-9831305057
ক্যাল ২৭:
লাঞ্চ এবং ডিনার: ২৫ মে
সময়: (লাঞ্চ) দুপুর ১২টা ৩০ মিনিট – দুপুর ৩টে ৩০ মিনিট, (ডিনার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে
advertisement
বিশেষ আকর্ষণ:
বিশেষ জামাইষষ্ঠী ব্যুফেতে রয়েছে দুর্দান্ত লোভনীয় পদ। যেমন – লাইভ পিৎজা ও পাস্তা, আন্তর্জাতিক গ্রিল স্টেশন, সি ফুড, রোস্ট ও ডেজার্ট।
মূল্য: জনপ্রতি ৩৫০০ টাকা+কর
বিশদ জানতে কল করতে পারেন এই নম্বরে: +91-9831305057
advertisement
*শর্তাবলী প্রযোজ্য
তাজ সিটি সেন্টার নিউ টাউন:
শামিয়ানা:
লাঞ্চ ও ডিনার: ২৫ মে
সময়: (লাঞ্চ) দুপুর ১২টা ৩০ মিনিট – দুপুর ৩টে ৩০ মিনিট, (ডিনার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে
বিশেষ আকর্ষণ:
চিকেন ও ডিম কবিরাজি, ডিমের ডেভিল, গলদা চিংড়ির মালাইকারি, কাঁকড়ার ঝাল, সর্ষে ভেটকি, কষা মাংস, ধোঁকার ডালনা, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, নারকেল দিয়ে ছোলার ডাল-লুচি, ধনেপাতা মুরগি, মাটন বিরিয়ানি, মুরগির চাঁপ, ঢাকাই পরোটা-সহ আরও নানা খাঁটি বাঙালি খাবার।
advertisement
মূল্য: জনপ্রতি ২০০০ টাকা+কর (সিলেক্ট বেভারেজ অন্তর্ভুক্ত)
বিশদ জানতে কল করতে পারেন এই নম্বরে: + 91-6292288563
*শর্তাবলী প্রযোজ্য
WYKIKI:
লাঞ্চ এবং ডিনার: ২৫ মে
সময়: (লাঞ্চ) দুপুর ১২টা ৩০ মিনিট – দুপুর ৩টে ৩০ মিনিট, (ডিনার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে
বিশেষ আকর্ষণ:
খোলা হাওয়ায় ফাইভ কোর্স খাঁটি এশিয়ান মেন্যুর স্বাদ উপভোগ করার সুযোগ পাবেন অতিথিরা।
advertisement
মূল্য: জনপ্রতি ২০০০ টাকা+কর (সিলেক্ট বেভারেজ অন্তর্ভুক্ত)
বিশদ জানতে কল করতে পারেন এই নম্বরে: + 91-6292288563
*শর্তাবলী প্রযোজ্য
এম্পেরর লাউঞ্জ:
দিন: ২৫ মে
আফটারনুন টি এবং পেস্ট্রি-সহ লোভনীয় টুকিটাকি খাবার মিলবে কর-সহ জনপ্রতি মাত্র ৭৫০ টাকায়। এছাড়া প্ল্যাটার এবং সিলেক্ট বেভারেজের বন্দোবস্ত থাকছে কর-সহ জনপ্রতি মাত্র ১২৫০ টাকায়।
advertisement
বিশদ জানতে কল করতে পারেন এই নম্বরে: + 91-6292288563
*শর্তাবলী প্রযোজ্য
ভিভান্তা কলকাতা ইএম বাইপাস
মিন্ট
লাঞ্চ: ২৫ মে
সময়: দুপুর ১২টা ৩০ মিনিট – দুপুর ৩টে ৩০ মিনিট
বিশেষ আকর্ষণ:
জামাইষষ্ঠী স্পেশাল খাঁটি বাঙালি খাবারের মধ্যে অন্যতম পোস্ত বাটা মুরগি, দুধ কাতলা, কেশর আম অপেরা এবং আরও নানা কিছু।
মূল্য: জনপ্রতি ১৫০০ টাকা+কর
বিশদ জানতে কল করতে পারেন এই নম্বরে: +91-6292274003
*শর্তাবলী প্রযোজ্য
রাজকুটির – আইএইচসিএল সিলেকশনস
রঙ্গমঞ্চ
লাঞ্চ এবং ডিনার: ২৫ মে
সময়: (লাঞ্চ) দুপুর ১২টা ৩০ মিনিট – দুপুর ৩টে ৩০ মিনিট, (ডিনার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে
বিশেষ আকর্ষণ:
রাজকীয় ভাবে জামাইষষ্ঠী করার সুযোগ রয়েছে। জামাইষষ্ঠী স্পেশাল থালিতে থাকছে গন্ধরাজ ঘোল, চিংড়ি মালাইকারি, সর্ষে ভেটকি, কষা মাংস, ডাক বাংলো মুরগি, ফুলকপি রোস্ট, ছোলার ডাল, সাদা ভাত (ঘি-সহ), কাঁচা আমের চাটনি, মিষ্টি দই এবং সন্দেশ-সহ খাঁটি বাঙালি খানা।
মূল্য: জনপ্রতি ২০০০ টাকা+কর
বিশদ জানতে কল করতে পারেন এই নম্বরে: +91-6289461972
*শর্তাবলী প্রযোজ্য
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jamaishashthi Special: খাঁটি বাঙালিয়ানার ছোঁয়ায় রাজকীয় হবে জামাই আপ্যায়ন! সুযোগ দিচ্ছে কলকাতার অভিজাত পাঁচতারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement