রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা আবার কালো টাকার উচ্ছেদের পরিস্থিতি তৈরি করেছে বলেই মত বিশেষজ্ঞদের। বিশেষ করে ২০০০ টাকার নোটে সোনা কেনার চল যেভাবে বেড়ে গিয়েছে দেশ জুড়ে একধাক্কায়, তাতে অনেকেই ভুরু কপালে তুলেছেন। আর এই সবের মধ্যেই নতুন করে ডামাডোল বাঁধালেন জনপ্রিয় দক্ষিণী নায়ক মাঞ্চু বিষ্ণু।
দেশের এই নোট বাতিলের পরিস্থিতির মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করলেন একটা ছবি, যাকে কোনও দিক থেকেই নিরীহ বলা যাবে না। ছবিটা ২০০০ টাকার নোটের স্তূপে, দেখে মনে হয় কারও বাড়ির কোনও এক ঘরে তা জমা করা রয়েছে। বিষ্ণু এ হেন ছবি পোস্ট করে সরাসরি বিঁধলেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেতা এবং পরিচালক ভেনেলা কিশোরকে। লিখলেন যে তিনি সম্প্রতি কিশোরের বাড়িতে গিয়েছিলেন।
আর যায় কোথায়! বিষ্ণুর এই পোস্ট ঘিরে শুরু হল তুমুল উত্তেজনা। গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে যে কালো টাকা ওড়ে, তা নিয়ে কানাঘুষো তো রয়েছেই। বিষ্ণুর এই পোস্টের পরে সেই জল্পনার আগুনে যেন ঘি পড়ল! ব্যাপারটা যে রসিকতা, তা মানতে মন চাইল না অনেকেরই। কিশোর নিজে অবশ্য পোস্টের নিচে রসিকতা করে পাল্টা জবাবও দিয়েছেন।
কিন্তু উত্তেজনা বাড়তে থাকায় কৈফিয়ত দিতে বাধ্য হলেন বিষ্ণু। ফের আরেকটা পোস্ট করে জানালেন যে এসবের পুরোটাই তাঁর আর কিশোরের সম্পর্কের খুনসুটি, তিনি কিশোরের ক্ষতি চান না, কিছু সংবাদমাধ্যম বিষয়টাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে এও জানাতে ভুললেন না যে ঈশ্বর করুন বিষয়টা রসিকতার স্তরেই থাক! দেখা যাক, ঈশ্বর তাঁর প্রার্থনা পূরণ করেন কি না!