ঠিক হয়েছে, শিলিগুড়ির ভেনাস মোড় থেকে এয়ারভিউ মোড়, বিধান রোড থেকে শালুগাড়ার আগে পর্যন্ত, হংকং মার্কেট, বিধান মার্কেট চত্বর, কোর্ট মোড় হয়ে বাঘাযতীন পার্ক, চিলড্রেন্স পার্ক থেকে মহকুমা পরিষদ পর্যন্ত এলাকায় আপাতত বিদ্যুতের কেবল মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ শুধু এনডিএ ইন্ডিয়া নয়, লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশনও
advertisement
মেয়র বলেন, “অনেকগুলো মিটিং আমরা করেছি। আপাতত ১৬টি ওয়ার্ড কভার করা হচ্ছে। প্রধান পাঁচটি রাস্তা ও কিছু ছোট ছোট গলির ধারে এই কাজ করা হবে। পরবর্তীতে গোটা শিলিগুড়ি শহরের প্রধান সড়কে বিদ্যুতের তার মাটির নীচ দিয়ে নিয়ে যাওয়া হবে।”
আরও পড়ুনঃ একদিনে ২৫ লাখ চারা রোপন, এবার গোটা রাজ্য সাজতে চলেছে সবুজে সবুজে
তিনি আরও জানান, “বিদ্যুতের কেবল তার মাটির উপরে থাকায় নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল শহরবাসীকে। যানযটের সমস্যাও এক মুখ্য কারন।”
শিলিগুড়ি খবর | Siliguri News
তবে এই কাজ একবার হয়ে গেলে এর ফলে বিদ্যুৎ বন্টন যেমন সুষ্ঠ ভাবে হবে। তেমনই বিদ্যুতের খরচের পাশাপাশি সৌন্দর্যায়ন বৃদ্ধি ও যানযট সমস্যা কিছুটা হলেও নিরসন হবে মনে করছেন গৌতম দেব। এদিনের বৈঠকে জেলা শাসক এস পন্নমবলম, শিলিগুড়ির পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র-পরিষদের সদস্য কমল আগরওয়াল প্রমুখ ছিলেন।
অনির্বাণ রায়