Siliguri News: একদিনে ২৫ লাখ চারা রোপন, এবার গোটা রাজ্য সাজতে চলেছে সবুজে সবুজে
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
বন মহোৎসবের কর্মসূচির অঙ্গ হিসেবে শিলিগুড়ির কর্শিয়াং বন বিভাগ জঙ্গলি বাবা মন্দিরের কাছে বাগডোগরা বনে 'একদিনের বনায়ন কর্মসূচি' উদযাপন করছে।
শিলিগুড়ি : পশ্চিমবঙ্গ বন বিভাগ ‘একদিনের বনায়ন কর্মসূচি’ হিসাবে গোটা পশ্চিমবঙ্গে ২৫ লক্ষ চারা রোপণ করার কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার এই বন মহোৎসবের কর্মসূচির অঙ্গ হিসেবে শিলিগুড়ির কর্শিয়াং বন বিভাগ জঙ্গলি বাবা মন্দিরের কাছে বাগডোগরা বনে ‘একদিনের বনায়ন কর্মসূচি’ উদযাপন করছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিসিএফ সমীর গজমের, ডিএফও কার্শিয়াং হরিকৃষণ পিজে, এডিএফও ভূপেন বিশ্বকর্মা, বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজ সহ বাগডোগরা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, বাগডোগরা পুলিশ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ সেনার আধিকারিকরা।
উল্লেখ্য ১৪ই জুলাই থেকে ২০শে জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে বনমহোৎসব কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে এদিন বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল। রাজ্য জুড়ে একদিনে ২৫ লক্ষ চারা গাছ রোপন করা হবে।
আরও পড়ুনঃ শ্রাবণ মাসের শুরুতেই জল ঢালতে ভিড় পুণ্যার্থীদের! কোথায় সেই জাগ্রত শিবের মন্দির?
অন্য দিকে, তারই অঙ্গ হিসেবে এদিন ফাড়াবাড়ি প্রাথমিক স্কুলের মাঠে স্কুল ও কলেজ পড়ুয়া, স্বেচ্ছাসেবী সংগঠন এবং পরিবেশ প্রেমীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সপ্তাহব্যাপী বনমহোৎসব কর্মসূচি, উদ্বোধন করা হল ট্যাবলোর
প্রদীপ প্রজ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করে শিলিগুড়ির ফাড়াবাড়ি প্রাথমিক স্কুল সংলগ্ন বনাঞ্চলে স্কুল পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়। প্রায় ২৫০০ চারাগাছ রোপণ করা হয়। এছাড়াও ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে বৃক্ষরোপণ এবং পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরেন।
advertisement
সিসিএফ সমীর গজমের জানিয়েছে, “প্রতিবছরই এই সময়টা বন সপ্তাহ হিসেবে পালন করা হয়। তবে এ বছর একটু নতুনত্ব হিসাবে গোটা রাজ্য জুড়ে ২৫ লক্ষ চারা গাছ রোপন করা হবে। রাজ্যের সমস্ত বন বিভাগের ডিভিশনগুলোতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এই ২৫ লক্ষ কাজ শুধু লাগানো নয় তার দেখভাল কিভাবে করতে হয় সেটা নজর রাখতে হবে।”
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 10:03 PM IST