Siliguri News: শুধু এনডিএ ইন্ডিয়া নয়, লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশনও

Last Updated:

লোকসভা নির্বাচনের আগে ২৫ জুলাই থেকেই ভোটার তালিকায় সংযোজন ও ত্রুটি সংশোধনের প্রক্রিয়া শুরু হবে রাজ্য জূড়ে।

+
প্রতীকী

প্রতীকী ছবি

শিলিগুড়ি : লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ১ জানুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এমনটাই জানালেন রাজ্যে নিযুক্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আরিজ আফতাব।
লোকসভা নির্বাচনের আগে ২৫ জুলাই থেকেই ভোটার তালিকায় সংযোজন ও ত্রুটি সংশোধনের প্রক্রিয়া শুরু হবে রাজ্য জূড়ে। রাজ্যের নির্বাচন আধিকারিকদের সেই সংক্রান্ত কাজ সুচারু করতে নতুন অ্যাপ এনেছে নির্বাচন কমিশন। যার নাম ইরোনেট ২.০ (ERONET 2.0)। এ দিন শিলিগুড়ির একটি হোটেলে লোকসভা নির্বাচনের আগে সেই সংক্রান্ত বিষয়ে উত্তরবঙ্গের আট জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও রাজ্যের নির্বাচনি আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা। বৈঠকের পাশাপাশি এদিন এক দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।
advertisement
কেন্দ্রীয় নির্বাচনি আধিকারিক আরিজ আফতাব বলেন, “নতুন অ্যাপ আনা হয়েছে। সেই অ্যাপে কাজ করতে আরও সুবিধা হবে। তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন।”
advertisement
তিনি জানান, লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। সেই নিয়েই এ দিনের এই বৈঠক ও প্রশিক্ষণ শিবির। নির্বাচনের আগে ড্রাফট পাবলিকেশন সংক্রান্ত নিয়ে বৈঠক হয়েছে। ব্লক স্তরের আধিকারিকদের ক্ষেত্রে এ দিনের বৈঠকে বেশি জোর দেওয়া হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্যের প্রত্যেক ব্লকে সার্ভে হবে। ২৫ জুলাই থেকে সেই কাজ শুরু করা হবে।
advertisement
ব্লক স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি ভোটার তালিকায় নাম সংযোজন ও ত্রুটি সমাধানের ফর্ম বিলি করবেন। এ ছাড়াও বিভিন্ন ক্যাম্প করে প্রচার চালানো হবে। ১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কোনও অভিযোগ বা সংশোধন থাকলে তা করার পর ১ জানুয়ারি ২০২৪ য়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: শুধু এনডিএ ইন্ডিয়া নয়, লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশনও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement