স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে রান্না করার সময় একটি বাড়িতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হাওয়ায় দ্রুত সেখান থেকে পাশের বাড়িগুলোয় আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় ওই এলাকায় আগুনের সংস্পর্শে এসে তিনটি গ্যাস সিলিন্ডার ফেটে যায় বলে জানা গিয়েছে। এর ফলে আগুনের তীব্রতা কমার বদলে আরো বেড়ে যায়। এই অগ্নিকাণ্ডে তিনজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। তাঁদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
advertisement
আরও পড়ুন: রটন্তী কালীপুজোয় দক্ষিণেশ্বরে বিশেষ গঙ্গা আরতি, সকাল থেকেই চলছে পুজো
জানা গিয়েছে, আগুন লাগার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে এলাকায় যান কাউন্সিলর সঞ্জয় পাঠক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন। কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এখানে অনেক ছোট বাড়ি রয়েছে। ধর্মনগরের অনেক পুরনো বস্তি এটা। দমকলকে ধন্যবাদ যে তাড়াতাড়ি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। স্থানীয় কাউন্সিলরও ছিলেন। ১৪-১৫ টা বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। বাসিন্দাদের জন্য খাবার ও জামাকাপড়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বস্তির দুটি মেয়ের সামনে বিয়ে আছে, তাদের পাশেও আমরা থাকবয়। গোটা ঘটনাটি মেয়রকে জানিয়েছি। সরকারিভাবে যা করার সব করা হবে। ঠান্ডায় বাসিন্দাদের যাতে কোনও অসুবিধা না হয়, তাও নিশ্চিত করা হবে।"
অনির্বাণ রায়