North 24 Parganas News: রটন্তী কালীপুজোয় দক্ষিণেশ্বরে বিশেষ গঙ্গা আরতি, সকাল থেকেই চলছে পুজো

Last Updated:

রটন্তী কালীপুজো উপলক্ষে সেজে উঠেছে দক্ষিণেশ্বর মন্দির। সকাল থেকেই ঢল নেমেছে ভক্তদের, চলছে বিশেষ পুজো পাঠ

+
মা

মা ভবতারিণী

উত্তর ২৪ পরগনা: রটন্তী কালীপুজো উপলক্ষে সেজে উঠেছে দক্ষিণেশ্বর মন্দির। ১৬৮ তম বর্ষে পদার্পণ করল দক্ষিণেশ্বর মন্দিরের এই রটন্তী কালীপুজো। জানা যায়, শ্রী শ্রী রামকৃষ্ণ দেব প্রথম এখানে রটন্তী কালীপুজো শুরু করেছিলেন। সেই থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে হয়ে আসছে এই পুজো। শনিবার সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ঢল নেমেছে।
শাস্ত্রমতে হিন্দু ধর্মে সাধারণত তিন ধরনের কালীপুজোর উল্লেখ রয়েছে। দীপান্বিতা কালীপুজো, ফলহারিনী কালীপুজো ও রটন্তী কালীপুজো। ফলে রটন্তী কালীপুজোয় বহু ভক্ত দক্ষিণেশ্বর মন্দির এসে মায়ের কাছে পুজো দিতে চান। মন্দিরেও চলে বিশেষ পুজো অর্চনা। সন্ধে এগিয়ে আসতেই বাড়তে শুরু করেছে ভক্তদের ভিড়। শুধু তাই নয়, এই বিশেষ পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ সংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
advertisement
গত কয়েক দু'বছর করোনা জন্য সেভাবে রটন্তী কালীপুজো করা যায়নি। শুধুমাত্র মন্দিরের সেবায়েতরি কালীপুজোর নিয়ম কানুন পালন করেছিলেন, সেখানে ভক্তদের বিশেষ একটা প্রবেশের অনুমতি ছিল না। তাই এইবছর উৎসাহ একটু বেশি। এবার বাহারি আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গন। পাশাপাশি সন্ধেতে বিশেষ গঙ্গা আরতিরও ব্যবস্থা করা হয়েছে। এমনিতে প্রতিদিনই দক্ষিণেশ্বরে মিনিট ১৫ এর জন্য গঙ্গা আরতি হয়। তবে এদিন অনেক বেশি সময় ধরে বিশেষ ধরনের গঙ্গা আরতির ব্যবস্থা রেখেছে মন্দির কর্তৃপক্ষ।
advertisement
advertisement
দক্ষিণেশ্বর মন্দির কমিটির তরফ থেকে কুশল চৌধুরী জানান, পুজো উপলক্ষে বিশেষ আয়োজনের বন্দোবস্ত করা হয়। বহু মানুষ লাইনে দাঁড়িয়ে মা-কে পুজো দেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। পুজো উপলক্ষে গোটা মন্দির প্রাঙ্গণকে রং বেরঙের আলোয় সাজানো হয়েছে। এদিন কয়েক হাজার ভক্ত এই বিশেষ পুজোয় অংশগ্রহণ করেন বলে মন্দির সূত্রে জানা গিয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দির চত্বরে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ। সকাল থেকেই লাইন দিয়ে পুজো দিচ্ছেন হাজার হাজার ভক্ত।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: রটন্তী কালীপুজোয় দক্ষিণেশ্বরে বিশেষ গঙ্গা আরতি, সকাল থেকেই চলছে পুজো
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement