Hooghly News: 'চে-র ছবি বুকে নিয়ে ঘুরলে হবে না, তাঁর আদর্শকে নিয়ে আসতে হবে', হুগলিতে গিয়ে বললেন চে কন্যা

Last Updated:

শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয় পর শনিবার হুগলির উত্তরপাড়া গণসংবর্ধনা দেওয়া হল চে কন্যা অ্যালাইদা গেভারাকে। খুশিতে চে কন্যা নিজের মাতৃভাষায় গান গেয়ে শোনালেন

+
title=

হুগলি: ভারত সফরে এসেছেন প্রয়াত কমিউনিস্ট বিপ্লবী চে গেভারা'র কন্যা ও নাতনি। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁদের বামপন্থী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার সকালে চে-র কন্যা অ্যালাইদা গেভারা আসেন হুগলির উত্তরপাড়ায়। তাঁকে সংবর্ধনা দেওয়া হয় উত্তরপাড়া গণভবনে।
শনিবার বালিখাল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে অ্যালাইদা গেভারাকে নি উত্তরপাড়ার গণভবনে পৌঁছনো হয়। চে গেভারার মেয়েকে চোখের দেখা দেখার জন্য বামপন্থী সমর্থকদের উচ্ছাস ছিল নজরে পড়ার মতো।
ভারত সফরে এসে কেরল, তামিলনাড়ু হয়ে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন অ্যালাইদা গেভারা ও তাঁর মেয়ে। সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা এবং ন্যাশনাল কমিটি ফর সলিডারিটি উইথ কিউবার ডাকেই তাঁরা ভারত সফরে এসেছেন। তাঁদেরকে ঘিরে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। যদিও শনিবার উত্তরপাড়ায় চে কন্যা অ্যালাইদা এলেও নাতনি এস্তেফানিয়া আসতে পারেননি।
advertisement
advertisement
কিউবার বিভিন্ন জনমুখী বিকল্পনীতি এবং সাম্রাজ্যবাদ বিরোধী গণ-উদ্যোগের পাশাপাশি ভারত-কিউবা মৈত্রী নিয়েও একাধিক অনুষ্ঠানে আলোচনা করছেন চে-কন্যা। তবে বাবার মতোই তাঁরও একটাই বার্তা, জীবন সংগ্রামে হার মানলে চলবে না, লড়ে যেতে হবে। এগিয়ে যেতে হবে বিজয়ের দিকে।
advertisement
মঞ্চে দাঁড়িয়ে চে কন্যা বলেন, তিনি এত মানুষের উৎসাহ দেখে আপ্লুত। একই সঙ্গে তিনি আরও জানান, চে-র ছবি বুকে নিয়ে ঘুরলেই হবে না। তাঁর মতাদর্শকে নিয়ে আসতে হবে। মানুষের উৎসাহে আপ্লুত অ্যালাইদা গেভারা এদিন নিজের মাতৃভাষা স্প্যানিসে গান গেয়ে শোনান।
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: 'চে-র ছবি বুকে নিয়ে ঘুরলে হবে না, তাঁর আদর্শকে নিয়ে আসতে হবে', হুগলিতে গিয়ে বললেন চে কন্যা
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement