TRENDING:

Siliguri News: সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা নাটকে মজল কচিকাঁচারা

Last Updated:

বছর কয়েক আগে কথা, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হতো পাড়ার বিভিন্ন সংগঠন ও ক্লাবের উদ্যোগে। যেখানে কবিতা, নাটক, খেলাধুলা ও গানের আয়োজন থাকত। সাধারণত পাড়ার নবীন সদস্যরা এই উদ্যোগ নিতেন আর বয়স্করা সহযোগিতা করতেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি : বছর কয়েক আগে কথা, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হতো পাড়ার বিভিন্ন সংগঠন ও ক্লাবের উদ্যোগে। যেখানে কবিতা, নাটক, খেলাধুলা ও গানের আয়োজন থাকত। সাধারণত পাড়ার নবীন সদস্যরা এই উদ্যোগ নিতেন আর বয়স্করা সহযোগিতা করতেন। এই করে ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে সম্পর্ক তৈরির একটা পরিবেশ পেয়ে যেত শিশু-কিশোররাও। এই চিত্র ছিল সর্বত্রই। কালক্রমে মানুষ এই ঐতিহ্য হারিয়েছে। বিশ্বায়নের মন্দ দিকগুলো নতুন প্রজন্মকে ক্রমাগত গ্রাস করে চলেছে। এর সঙ্গে শিক্ষার বাণিজ্যিকীকরণ, প্রযুক্তির অত্যধিক ব্যবহার মানুষকে ক্রমাগত সংস্কৃতি থেকে দূরে নিয়ে গিয়েছে।
advertisement

এরই মাঝে নতুন প্রজন্মকে আবার পুরনো উদ্দমে ফিরিয়ে আনতে শিলিগুড়ির চম্পাসারীর সমরনগরে একটি আর্ট স্কুলের পক্ষ থেকে ছোট ছোট কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন হল শিশু দিবস। এবার অন্যভাবে শিশু দিবস পালন করলো ভূমি আর্ট অ্যাকাডেমি। শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।তারপরে প্রায় ৩০০ এর বেশি শিশুদের নিয়ে শুরু হয় বসে আঁকা প্রতিযোগিতা। চারটি গ্রুপে বসে আঁকা প্রতিযোগিতা সম্পন্ন হয়।

advertisement

আরও পড়ুনঃ মাল্টিপ্লেক্সে ক্রিকেট বিশ্বকাপ দেখার আনন্দে মেতেছে শহর!

নার্সারি থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এই চারটি বিভাগে অংশগ্রহণ করে। বসে আঁকা প্রতিযোগিতার পর শিলিগুড়ি বর্নমালার নাট্য সংস্থার পক্ষে বিশ্বজিৎ রায়ের পরিকল্পনা ও নির্দেশনায় "অপমূর্ত্যু" এবং "সেরিবা সেরিবান" নাটক মঞ্চস্থ হয়। শেষে নারী শক্তি এবং নারী পাচার নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ওই আর্ট স্কুলের কর্নধার ভূপেন বর্মন বলেন,আমরা প্রতি বছর শিশু দিবস উপলক্ষে অ্যাকাডেমির প্রাঙ্গনে অনুষ্ঠান করে থাকি। এবার প্রায় ৩০০ এর বেশি ছাত্রছাত্রীরা বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

advertisement

View More

আরও পড়ুনঃ ডেঙ্গি আতঙ্কের মাঝেই জমেছে আবর্জনার স্তুপ! রাস্তায় নোংরা ফেলে উদ্ভট প্রতিবাদ!

উনি আরো বলেন, অ্যান্টি উইমেন ট্রাফিকিং নিয়েও এক সচেতনতা বার্তাও দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে এবং সেই শিশুদের সাংস্কৃতিক চেতনা বাড়াতেই তার এই উদ্যোগ বলে জানালেন তিনি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যামন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক বিশ্বনাথ দত্ত, রামকৃষ্ণ সারদামনি বিদ্যাপিঠের হেড মিস্ট্রেস সর্বানী আচার্য্য, মাটিগাড়া হরসুন্দর হাইস্কুলের প্রধান শিক্ষক কমলেন্দু আচার্য,রামকৃষ্ণ মিশনের রাঘবানন্দ মহারাজ প্রমুখ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

Anirban Roy

বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা নাটকে মজল কচিকাঁচারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল