এরই মাঝে নতুন প্রজন্মকে আবার পুরনো উদ্দমে ফিরিয়ে আনতে শিলিগুড়ির চম্পাসারীর সমরনগরে একটি আর্ট স্কুলের পক্ষ থেকে ছোট ছোট কচিকাঁচা পড়ুয়াদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন হল শিশু দিবস। এবার অন্যভাবে শিশু দিবস পালন করলো ভূমি আর্ট অ্যাকাডেমি। শুরুতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।তারপরে প্রায় ৩০০ এর বেশি শিশুদের নিয়ে শুরু হয় বসে আঁকা প্রতিযোগিতা। চারটি গ্রুপে বসে আঁকা প্রতিযোগিতা সম্পন্ন হয়।
advertisement
আরও পড়ুনঃ মাল্টিপ্লেক্সে ক্রিকেট বিশ্বকাপ দেখার আনন্দে মেতেছে শহর!
নার্সারি থেকে শুরু করে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এই চারটি বিভাগে অংশগ্রহণ করে। বসে আঁকা প্রতিযোগিতার পর শিলিগুড়ি বর্নমালার নাট্য সংস্থার পক্ষে বিশ্বজিৎ রায়ের পরিকল্পনা ও নির্দেশনায় "অপমূর্ত্যু" এবং "সেরিবা সেরিবান" নাটক মঞ্চস্থ হয়। শেষে নারী শক্তি এবং নারী পাচার নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ওই আর্ট স্কুলের কর্নধার ভূপেন বর্মন বলেন,আমরা প্রতি বছর শিশু দিবস উপলক্ষে অ্যাকাডেমির প্রাঙ্গনে অনুষ্ঠান করে থাকি। এবার প্রায় ৩০০ এর বেশি ছাত্রছাত্রীরা বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ ডেঙ্গি আতঙ্কের মাঝেই জমেছে আবর্জনার স্তুপ! রাস্তায় নোংরা ফেলে উদ্ভট প্রতিবাদ!
উনি আরো বলেন, অ্যান্টি উইমেন ট্রাফিকিং নিয়েও এক সচেতনতা বার্তাও দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে এবং সেই শিশুদের সাংস্কৃতিক চেতনা বাড়াতেই তার এই উদ্যোগ বলে জানালেন তিনি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যামন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক বিশ্বনাথ দত্ত, রামকৃষ্ণ সারদামনি বিদ্যাপিঠের হেড মিস্ট্রেস সর্বানী আচার্য্য, মাটিগাড়া হরসুন্দর হাইস্কুলের প্রধান শিক্ষক কমলেন্দু আচার্য,রামকৃষ্ণ মিশনের রাঘবানন্দ মহারাজ প্রমুখ।
Anirban Roy