Siliguri News: ডেঙ্গি আতঙ্কের মাঝেই জমেছে আবর্জনার স্তুপ! রাস্তায় নোংরা ফেলে উদ্ভট প্রতিবাদ!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ডেঙ্গি আতঙ্কের মাঝে নোংরা আবর্জনা স্তূপ, রাস্তায় নোংরা ফেলে প্রতিবাদ ব্যবসায়ীদের। দীর্ঘদিন ধরেই এলাকার বেশ কিছু বাড়ি থেকে তাদের নোংরা আবর্জনা প্রধান রাস্তার ওপরে ফেলে স্তূপ আকার নিচ্ছে। ফলে সমস্যায় পরতে হয় সকলকে।
#শিলিগুড়ি : ডেঙ্গি আতঙ্কের মাঝে নোংরা আবর্জনা স্তূপ, রাস্তায় নোংরা ফেলে প্রতিবাদ ব্যবসায়ীদের। দীর্ঘদিন ধরেই এলাকার বেশ কিছু বাড়ি থেকে তাদের নোংরা আবর্জনা প্রধান রাস্তার ওপরে ফেলে স্তূপ আকার নিচ্ছে। ফলে সমস্যায় পরতে হয় সকলকে। স্থানীয়দের অভিযোগ বিষয়টি বহুবার প্রশাসনের নজরে আনলেও এই সমস্যার সমাধান হয়নি, একদিকে যেমন পচা দুর্গন্ধের কারণে সেখানে টেকা দায় হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীদের। অন্যদিকে ক্রমশ বাড়ছে মশা মাছি উপদ্রব। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ কেউ বা কারা ওই নোংরা গুলো দোকানের সামনে ফেলে দিয়ে যাচ্ছে।
দুর্গন্ধ যেমন হচ্ছে মশা মাছির উপদ্রব বাড়ছে শহর জুড়ে ডেঙ্গি বিস্তার লাভ করছে তাও যদি মানুষেরা সচেতন না হন তাহলে আখেরে সমস্যার সাধারণ মানুষকেই পড়তে হবে বলে জানান তারা। তারা এও জানান ব্যবসায় ক্ষতি হচ্ছে কেউ দোকানে আসতে চাইছে না এবং পচা গন্ধে শরীর খারাপ হয়ে যাচ্ছে তাদের। স্থানীয়দের আরো অভিযোগ, রাতের অন্ধকারে এসে সবার চোখে আড়ালে ফের ওই স্থানে আবর্জনার স্তুপ সৃষ্টি করে। এরপরে এদিন এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তারা এই আবর্জনা গুলি তুলে অভিযুক্ত বাড়িগুলি সামনে ও গলিতে ফেলে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন।
advertisement
আরও পড়ুনঃ বাউল উৎসব রাজগঞ্জের টাকিমাড়িতে! ভিড় জমছে মানুষের
এদিন এ বিষয়ে ওই অঞ্চলের পঞ্চায়েত বলেন, তিনি এর আগেও এ বিষয়ে অভিযোগ পেয়েছিলেন তার সমাধানের চেষ্টাও করেছেন। তবে ওই বাড়িগুলির তরফে সহযোগিতা না করায় এই সমস্যা সমাধানে তিনি ব্যর্থ হন, তবে এইবার তিনি এই বিষয়ে কড়া হাতে তাদের সাথে বসে আলোচনা করবেন এবং বিষয়টি সমাধান করবেন বলে আশ্বাস দেন স্থানীয় ব্যবসায়ীবৃন্দদের।
advertisement
advertisement
Anirban Roy
Location :
First Published :
November 10, 2022 5:21 PM IST