আরও পড়ুন: তৃণমূল-সিপিএম ভাঙিয়ে নদিয়ায় পঞ্চায়েতের দখল নিল বিজেপি
জানা গিয়েছে, ওই তরুণীর ওভারির ডান দিক থেকে এই বিশাল টিউমারটি কেটে বার করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ওই তরুণী হঠাতই প্রচন্ড স্থূলকায় হয়ে যেতে শুরু করেন। চিন্তিত বাবা-মা মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যান। তবে অভিভাবকদের ধারণা ছিল মেয়ে অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার কারণেই এমন অস্বাভাবিক মোটা হয়ে যাচ্ছে। কিন্তু চিকিৎসক প্রণমিতা ঘোষের সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে ওই তরুণীর সিটি স্ক্যান করতে বলেন। এরপর রিপোর্ট এলে তা দেখে অবাক হয়ে যান চিকিৎসক নিজেই।
advertisement
সিটি স্ক্যানের রিপোর্ট থেকে জানা যায় ওই তরুণীর পেট কোনও জাঙ্ক ফুডের জন্য নয়, ওভারির ডানদিকে বিশাল এক টিউমারের জন্য ফুলে যাচ্ছে। তড়িঘড়ি হাকিমপাড়ার এক নার্সিংহোমে তাঁর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়। সফল অস্ত্রোপচার শেষে চিকিৎসক প্রণমিতা ঘোষ জানান, এই ধরনের অস্ত্রোপচার বেশ জটিল। তবে পুরো টিউমারটাই বের করা সম্ভব হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে ওই তরুণীর মাতৃত্ব ধারণেও কোনও সমস্যা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন। জানান নিয়ম মাফিক টিউমারটি বায়োপসির জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি বাকিদের সতর্ক করে দিয়ে ওই চিকিৎসক বলেন, পেট ফুলে গেলে সবসময় তা মোটা হওয়ার লক্ষণ হয় না। বরং দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
অনির্বাণ রায়