Nadia News: তৃণমূল-সিপিএম ভাঙিয়ে নদিয়ায় পঞ্চায়েতের দখল নিল বিজেপি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও তৃণমূল ও সিপিএম ভাঙিয়ে নদিয়ার কৃষ্ণনগরের রুইপুকুর পঞ্চায়েতের দখল নিল বিজেপি
নদিয়া: তৃণমূল ও সিপিএমের দু’জন করে বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যের সাহায্যে নদিয়ায় বোর্ড গঠন করল বিজেপি। কৃষ্ণনগর-১ ব্লকের রুইপুকুর পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে ১৩ টি জিতেছিল তৃণমূল। সিপিএম পায়ে ২ টি ও বিজেপি জেতে ৭ টি আসনে। স্বাভাবিকভাবেই সংখ্যাগরিষ্ঠতা ছিল তৃণমূলের। কিন্তু নির্বাচনের পর তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের মৃত্যু হয়। ফলে তাদের আসন সংখ্যা কমে দাঁড়ায় ১২ তে। কিন্তু তাদের দু’জন পঞ্চায়েত সদস্য ও সিপিএমের জয়ী দুজনকেই নিজেদের দিকে টেনে বোর্ড গঠন করল গেরুয়া শিবির। এই পঞ্চায়েতটি রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের এলাকায় পড়ে। সেখানে এইভাবে শাসক দলকে টেক্কা দিয়ে বিজেপির বোর্ড গঠন শোরগোল ফেলে দিয়েছে।
ঘটনা হল তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের মৃত্যুর পরও শাসকদলেরই পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা ছিল রুইপুকুর পঞ্চায়েতে। কিন্তু দলের পক্ষ থেকে যাকে পঞ্চায়েত প্রধান হিসেবে বেছে নেওয়া হয় তাঁকে মানতে পারেননি দুই বিক্ষুব্ধ সদস্য। আর তাই তাঁরা বিজেপির সঙ্গে হাত মেলান। এর ফলে বোর্ড গঠনের সময় তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়ায় ১০-এ। অপরদিকে বিজেপি আসন সংখ্যা বেড়ে হয় ১১। প্রধান হন তৃণমূল ছেড়ে আসা অনুপ বিশ্বাস। রুইপুকুর পঞ্চায়েতে উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির জয়ী প্রার্থী সুপ্রিয়া মণ্ডল।
advertisement
advertisement
বিজেপির সঙ্গে হাত মেলানো প্রসঙ্গে সিপিএমের পঞ্চায়েত সদস্য ইসরাফিল শেখ বলেন, স্বচ্ছ পঞ্চায়েত বোর্ড গঠন করতেই আমরা একজোট হয়েছি। বোর্ড গঠনকে কেন্দ্র করে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই দিন সকাল থেকেই রুইপুকুর পঞ্চায়েত অফিসের সামনে ছিল কড়া পুলিশি প্রহরা।
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2023 6:33 PM IST