সম্প্রতি এই রকমই ফাঁদ পেতেছিল প্রতারকরা। আর সেই ফাঁদে পড়লেন এক ব্যক্তি। ঘটনায় অভিযোগ সামনে আসতেই তদন্তে নামে পুলিশ। গ্রেফতার হয় দু’জন। ধৃতদের নাম প্রশান্ত সাহা এবং বাপী সূত্রধর বলে জানা গিয়েছে। দু’জনই শহর শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা বলে জানা যায় ।
আরও পড়ুন: দিনে-দুপুরে চার রাউন্ড গুলি! চোখে-মুখে এখনও আতঙ্ক তৃণমূল কর্মীর
advertisement
জানা গিয়েছে, এবার শহরে নতুন করে ফাঁদ পেতেছিল প্রতারকরা। অভিযোগ, দেহ ব্যবসার নাম করে যুবতীদের ছবি দেখিয়ে প্রতারণা করত দুই টোটো চালক । ঘটনার পর্দা ফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অধীনস্থ পানিটাঙ্কি টাউন আউটপোস্ট।
প্রাথমিকভাবে পাওয়া খবরের ভিত্তিতে জানা যায়, ঘটনায় অভিযুক্ত ধৃত দুই যুবক বিবেকানন্দ রোডে টোটো নিয়ে দাঁড়িয়ে থাকত। সেখানেই গ্রাহকদের চিহ্নিত করে যুবতীদের ছবি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। সেই ঘটনার তদন্তে নেমে সাফল্য পায় পুলিশ। ধরা পড়ে দু’জন ব্যাক্তি।
আরও পড়ুন: রাত যত বাড়ছে, ততই বাড়ছে ফোঁস ফোঁস শব্দ! কাছে যেতেই যা কাণ্ড হল..
শিলিগুড়ি খবর | Siliguri News
পরবর্তীতে ধৃতদের শিলিগুড়ি থানায় পাঠানো হয়। মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করা হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পেছনে কোনও বড় মাথা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
অনির্বাণ রায়