দিনে-দুপুরে চার রাউন্ড গুলি! চোখে-মুখে এখনও আতঙ্ক তৃণমূল কর্মীর
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Dinhata firimg: পরপর ৪ রাউন্ড গুলি। তাও দিনে-দুপুরে। তীব্র আতঙ্ক এলাকায়।
#দিনহাটা: পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই পরপর খবরের শিরোনামে দিনহাটা মহকুমা। একই পর এক গুলি চলা ও বোমাবাজির ঘটনায় উত্তপ্ত দিনহাটার বিভিন্ন অংশ।
গতকাল রাতের পর আবারোও এদিন দুপুরে পরপর ৪ রাউন্ড গুলি চলার ঘটনা দিনহাটা মহকুমায়। তীব্র আতঙ্ক ছড়ালো দিনহাটা শুকরুরু কুঠি অঞ্চলের কুর্শামারি এলাকায়।
পঞ্চায়েত এলাকার ৭ এর ২২১ নং বুথ এলাকার নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে এই গুলি চালানোর ঘটনা ঘটে। তবে বরাত জোড়ে প্রাণে বাঁচেন জনৈক ওই ব্যক্তি। এছাড়াও এলাকায় একাধিক বোমাবাজির ঘটনা ঘটে।
advertisement
advertisement
আরও পড়ুন- বজ্রপাতের ভয়ঙ্কর পরিণতি! মাঠে তিল তুলতে যাওয়াটাই কাল হল, তারপর…
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, এদিন দুপুর প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ সাহেবগঞ্জ থানার অন্তর্গত কুশামারি এলাকায় পরপর চার রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে। স্থানীয় এক ব্যক্তি নজরুল ইসলামকে লক্ষ্য করে এই গুলি চালানোর ঘটনাটি ঘটে। যদিও অল্পের জন্য গুলি লাগেনি ওই ব্যক্তির। সামান্যের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
advertisement
এছাড়াও এলাকায় পরপর বেশ কয়েকবার বোমাবাজি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তবে এখনোও পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত দোষীদের আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ সাহেবগঞ্জ থানার অন্তর্গত কুশামারি এলাকায় পরপর চার রাউন্ড গুলি চলে। ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা নজরুল ইসলামকে লক্ষ্য করে এই গুলি চালানোর ঘটনাটি ঘটে।
advertisement
আরও পড়ুন- আচমকাই ভেঙে গেল ঘুম, কানের পাশে হিস হিস শব্দ, শিরদাঁড়া বেয়ে নামল ঠান্ডা স্রোত
যদিও কোন গুলি নজরুল ইসলামের গায়ে লাগেনি। তবে গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সাহেবগঞ্জ থানার পুলিশকে। ইতিমধ্যেই গুলি চালানোর ঘটনা তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত দোষীদের শনাক্ত করা সম্ভব হয়নি।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 7:23 PM IST