Hooghly News: বজ্রপাতের ভয়ঙ্কর পরিণতি! মাঠে তিল তুলতে যাওয়াটাই কাল হল, তারপর...
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Hooghly News: মাঠে চাষের তিল তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার মান্দারণ গ্রাম পঞ্চায়েতের তারাহাট এলাকায়।
গোঘাট: মাঠে চাষের তিল তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার মান্দারণ গ্রাম পঞ্চায়েতের তারাহাট এলাকায়। মৃত ওই চাষির নাম অশোক ঘোষ, বয়স আনুমানিক(৫১)। জানা যায় বিকালের দিকে কালবৈশাখী ঝড় সহ প্রচন্ড বজ্রপাত হয়। ঠিক সেই সময় বাড়ির বাইরে বের হয়ে চাষের তিল তোলার জন্য গিয়েছিল ঠিক তারপরই এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে মাঠে প্রচুর তিল চাষ করা হয়েছিল। প্রতিদিনই তিল আদায় করার জন্য মাঠে যেত। এদিন বিকালের পর প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামে। ঠিক সেই সময়ই এই ঘটনা ঘটেছে বলে জানান। বৃষ্টি থামার পর দীর্ঘক্ষণ না আসার জন্য বাড়ি থেকে দেখতে গেলে দেখি প্রায় মৃত অবস্থায় পড়ে রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: সেই রানিনগরে মনোনয়ন জমায় ‘রামধনু’ জোট! প্রথম দিন তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল এলাকা
তড়িঘড়ি কামারপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে গেলে অশোক বাবুকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ঘটনার খবর পায় গোঘাট থানার পুলিশ। অশোক বাবুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
advertisement
Suvojit Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 13, 2023 6:56 PM IST










